নিজস্ব সংবাদদাতা: গত ফেব্রুয়ারিতে একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা করেছিল এসভিএফ এবং হইচই । চলতি বছরে ইন্ডাস্ট্রিতে তিন দশক সম্পূর্ণ করল এসভিএফ। তাই এ বারে তাদের নতুন ঘোষণাতেও উপস্থিত ছিল একাধিক চমক। ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এসেছিল। তারই মধ্যে ছিল অদিতি রায় পরিচালিত ‘লজ্জা ২’।
প্রথম সিজনের অভূতপূর্ব সাফল্যের পর আসছে ‘লজ্জা’র দ্বিতীয় সিজন। যেখানে থাকবে আরও গভীর ও ভাবনায় নাড়া দেওয়া কাহিনি। সম্প্রতি, হইচই প্রকাশ করল 'লজ্জা'র আনুষ্ঠানিক ঘোষণা ভিডিও, যা দর্শকদের জন্য নতুন এক টানটান গল্পের ইঙ্গিত দিচ্ছে। এবারও সিরিজের কেন্দ্রে জয়া, যার ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এবারেও আরও এক ভয়াবহ ও একাকী লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তিনি।
এবং ঘোষণার ভিডিওতেই চমক! ‘লজ্জা ২’-র এই ভিডিওতে দেখা যাচ্ছে জয়ার একমাত্র ভরসার জায়গা তার পরিবার-ই এবার তার বিরুদ্ধে! মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে জয়াকে। যখন চারদিক থেকে তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, তখন জয়া সম্পূর্ণ একা হয়ে পড়েছে—পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ‘লজ্জা ২’ এবার পারিবারিক সম্পর্কের চেনা ছক ভেঙে দেখাবে কীভাবে শুধু কথার আঘাত নয়, বরং কাজের মাধ্যমেও কাউকে আহত ও একঘরে করে দেওয়া যায়।
প্রিক্যুয়েলের মতোই ‘লজ্জা ২’-ও বাস্তবধর্মী ও শক্তিশালী গল্প বলার মাধ্যমে সমাজের না বলা সত্যকে তুলে ধরবে। মৌখিক নির্যাতন ও সামাজিক বিচ্ছিন্নতার মতো জ্বলন্ত বিষয়গুলোকে নতুনভাবে ব্যাখ্যা করবে এই সিজন। আগামী ১১ এপ্রিল হইচই-তে মুক্তি পাবে ‘লজ্জা ২’।
