আজকাল ওয়েবডেস্ক: শনিবার চিক্কাবানভারার একটি নির্জন এলাকায় একটি পরিত্যক্ত গাড়িতে এক ব্যক্তির দেহ নজরে আসে কয়েকজনের। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে খবর, ব্যক্তির নাম লোকনাথ সিং। উত্তর বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে শনিবার সন্ধে নাগাদ তাদের কাছে ফোন যায়। তারপরেই তদন্তে নামে পুলিশ।
তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে লোকনাথ মৃত্যুতে পুলিশ গ্রেপ্তার করেছে লোকনাথের স্ত্রী এবং শাশুড়িকে। তদন্তে কী পেল পুলিশ? তদন্তে পুলিশ জানতে পেরেছে, লোকনাথের খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল অতিরিক্ত মাত্রায়। পরে সে আচ্ছন্ন হয়ে পড়লে দূরে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে গলা কেটে খুন করা হয়।
পুলিশ সূত্রে খবর, লোকনাথের বিরুদ্ধে অভিযোগ ছিল বহু বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং জাল ব্যবসা, অবৈধ লেনদেন। সেই কারণেই তাকে খুন করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে প্রায় দু’ বছর ধরে সম্পর্কে থাকার পর অভিযুক্তের সঙ্গে লোকনাথের বিয়ে হয়। যদিও বয়স ব্যবধানের কারণে দুই পরিবারের এই বিয়েতে অমত ছিল বলেও জানা গিয়েছে। তবে সম্পর্কে জটিলতার শুরু বিয়ের পরে, কয়েকমাসের মাথায় প্রকাশ্যে আসতে থাকে লোকনাথের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর। শ্বশুরবাড়ির লোকজন তাকে প্রশ্ন করায়, লোকনাথ তাঁদের ভয়াবহ পরিণতির হুমকি দেন বলেও অভিযোগ। সূত্রের খবর, পরিস্থিতি জটিল হয়ে উঠতেই মায়ের সহযোগিতায় স্বামীকে খুনের পরিকল্পনা করেন স্ত্রী।
