আজকাল ওয়েবডেস্ক: টানা লাগাতার ধর্ষণ, হুমকি। প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেলেও রেহাই মেলেনি। ৩২ বছর বয়সী এক মহিলা অভিযোগ, যা প্রকাশ্যে আসার পর শিউরে উঠছেন সাধারণ মানুষ। ওই মহিলার অভিযোগ, টানা ১৮ মাস ধরে ১৮ জন মিলে তাঁকে ধর্ষণ করেছেন লাগাতার। নির্মম অত্যাচার সহ্য করার পরেও হুমকির মুখে পড়ে, পরিবারের সুরক্ষার কথা ভেবে তিনি বলতে পারেননি কিছু।
পুলিশের জানিয়েছে, দেড় বছরেরও বেশি সময় আগে, জ্ঞান সিং নামে এক প্রতিবেশীর বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল। নিমন্ত্রণ গ্রহণ করতে তিনি যান ও। মহিলা অভিযোগে জানিয়েছেন, সেদিন ঘরের ভিতরে প্রবেশের পর, জ্ঞান সিং দরজা বন্ধ করে দেন, তাঁকে ধর্ষণ করে। বাইরে একথা কাউকে জানালে পরিবারের ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।
জ্ঞান সিং হুমকি দিয়ে তাঁকে অন্যত্রও নিয়ে যায়। একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করে, তার ভিডিও করা হয়। তারপর থেকেই ওই ভিডিও দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করা হয় ওই মহিলাকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হল জ্ঞান সিং, ভাল সিং, কান সিং, নাথু সিং, ভানওয়ার সিং, লক্ষ্মণ সিং, রামাবতার, মুকেশ, মহেন্দ্র, রামদয়াল, রঘুবীর, ধনে সিং, প্রেম সিং, পবন, রাকেশ, রঞ্জিত সিং, রূপ সিং এবং মহেন্দ্র সিং। প্রাণ বাঁচাতে তিনি অন্য জায়গায় চলে যান। কিন্তু সেখানেও বিপদ কাটেনি। ফোনে তাঁকে লাগাতার ফিরে আসার হুমকি দেওয়া হয়। শেষমেশ মহিলা তাঁর স্বামীকে জানান সবটা। তিনি তৎক্ষণাৎ পুলিশে অভিযগ দায়ের করেন।
