আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে একজন ইউটিউবারের একটি হৃদয়গ্রাহী ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটিতে ইউটিউবারের দ্রুত চিন্তাভাবনা, উপস্থিত বুদ্ধি এবং নিঃস্বার্থ উদ্য়োগ অ্য়াম্বুল্যান্সে সওয়ারী এক রোগীকে দ্রুত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, বেঙ্গালুরুর রাস্তায় তখন স্তব্ধ যান চলাচল। তার মাঝেই আটকে রয়েছে এক অ্য়াম্বুল্য়ান্স। ওই অ্য়াম্বুল্য়ান্সে সওয়ার এক মুমূর্ষু রোগী ও তাঁর পরিবার। দ্রুত রাস্তা ছাডা়র জন্য বেজে চলেছে অ্যাম্বুল্য়ান্সের সাইরেন ও জ্বলছে লাল আলো। যা নজর কাড়লেও ওই যানজটে কারোরই কিছু করণীয় ছিল না। ফলে রোগীর প্রাণ বাঁচিয়ে হাসপাতালে পাোঁছনোই যেন রোগীর পরিবারের কাচে ছিল একটা চ্য়ালেঞ্জ।

ঠিক সেই সময়ই ত্রাতার মতো অ্যাম্বুলান্সের কাছে হাজির হয় এক স্কুটি সওয়ারি। অবস্থা গুরুতর, যা বুঝতে পেরেই ওই পথে তিনি অ্যাম্বুলেন্সের সামনের দিকে আটকা পড়া একজন চালকের কাছে যান এবং তাকে সরে যেতে অনুরোধ করেন। তবে, সিগন্যালের লাল আলো দেখিয়ে স্কুটি চালকের আবেদন তিনি প্রত্যাখ্যান করেন।

জীবন বাঁচাতে নিয়ম ভঙ্গ
কিন্তু, সহায়তা করার জন্য স্কুটি চালক দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ওই ইউটিউবার নিয়ম ভেঙেই পদক্ষেপ করেন। তিনি উল্টো দিকের রাস্তায় স্কুটি চালিয়ে এগিয়ে যান। জ্যামের মুখে দাঁড়ানো গাড়িগুলিকে এগিয়ে য়াওয়ার অনুরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল সবুজ হয়। গাড়িগুলিকে এরপর সবুজ আলো দেখেই চলতে শুরু করে। তখন অ্য়াম্বুল্য়ান্সটিও এগিয়ে যায়।  

ভাইরাল ভিডিওটিতে অন্যান্য চালকদেরও ওই ইউটিউবারের প্রচেষ্টায় সহযোগিতা করার দৃশ্য ধরা পড়েছে। বেঙ্গালুরুর যানজটপূর্ণ রাস্তায় যা ঐক্যের এক বিরল মুহূর্ত।

 

?ref_src=twsrc%5Etfw">March 23, 2025

ভিডিওটির ক্যাপশন ছিল, "জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের জন্য যানজট সাফ করা - জীবন বাঁচাতে একসঙ্গে কাজ করা।" ইউটিউবার তাঁর মতামত শেয়ার করে বলেছেন, "জরুরি পরিস্থিতিতে মানুষ এগিয়ে আসতে দেখা অনুপ্রেরণাদায়ক। যখন আমি অ্যাম্বুল্যান্স আটকে থাকতে দেখলাম, তখন আমি জানতাম আমাকে পদক্ষেপ করতে হবে। অন্য একজন দয়ালু আত্মার সঙ্গে কাজ করে আমরা পথ পরিষ্কার করেছি। জীবন বাঁচাতে এক মিনিটও পার্থক্য আনতে পারে।"

ইন্টারনেট এই পদক্ষেপের প্রশংসা করেছে
দয়ালুতার এই কাজটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে দাগ কেটেছে, যারা প্রশংসায় ভাসিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "মানবতা এমনই দেখাচ্ছে। কখনও কখনও, সঠিক কারণে নিয়ম ভাঙা ন্যায্য।" অন্য একজন মন্তব্য করেছেন, "আরও বেশি লোকের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। আমরা প্রায়শই ভুলে যাই যে জরুরি অবস্থা সংকেতের জন্য অপেক্ষা করে না।" তৃতীয় একজন লিখেছেন, "ইউটিউবারকে অভিনন্দন! এই ধরনের ছোট ছোট কাজই মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে।" আরেকজন মন্তব্য করেছেন, "কর্তৃপক্ষের অ্যাম্বুল্যান্সের জন্য বিশেষ লেন থাকা উচিত। সাহায্য করার জন্য মানুষকে নিয়ম ভাঙার ঝুঁকি নিতে হবে না।" একজন মন্তব্য করেছেন, "এই ভিডিওটি প্রতিটি চালককে দেখানো উচিত। হয় তো এটি তাদের রাস্তায় আরও উপস্থিত বুদ্ধি দিয়ে গাড়ি চালানোর কথা মনে করিয়ে দেবে।"