আজকাল ওয়েবডেস্ক: আচমকা দেখলে যে কারও গা শিউরে উঠবে। ব্রিটেনে সমুদ্রের ধারে পড়ে রয়েছে কঙ্কালের মত কী যেন একটা। বালির ওপর হাতে ভর করে শুয়ে রয়েছে সেই ভুতুড়ে বস্তুটি। দেখলে যেন মনে হচ্ছে, বালির তলা দিয়ে উঠে এসেছে মানুষের কঙ্কাল। তবে এটি এক্কেবারেই মানুষের কঙ্কাল নয়। কঙ্কালটির সঙ্গে রয়েছে একটি লেজও। কেউ ভাবছে এটি শীল মাছের কঙ্কাল। আবার কারও ধারণা এটি জলপরি। ফলে অদ্ভুত ওই বস্তুটিকে ঘিরে তৈরি হয়েছে ঘোর রহস্য। এমনকি এ ঘটনা নিয়ে মুখ খোলেনি স্থানীয় প্রশাসনও। কী রহস্য রয়েছে এই কঙ্কালের নেপোথ্যে? জেনে নিন....


ব্রিটেনের একটি সমুদ্র সৈকতের ধার দিয়ে হাঁটছিলেন এক দম্পতি। সেই সময় তাঁরা কঙ্কালটিকে  দেখামাত্রই আঁতকে ওঠেন। ওই দম্পতি সংবাদমাধ্যমকে জানান, গত সপ্তাহের সোমবারে সমুদ্র সৈকতে হাঁটছিলেন তাঁরা দু'জনে। সেই সময়ে এই ভুতুড়ে বস্তুটিকে দেখতে পান। কঙ্কালটি লেজবিশিষ্ট হওয়ায় প্রথমে তাঁরা এটিকে মৃত শীলের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন।  কিছুক্ষণ পর ওই কঙ্কালটিকে ঘিরে লোকজনেরা ভিড় জমতে শুরু করে। তারপরেই লোকেরা বস্তুটির সম্পর্কে নানা রকমের মন্তব্য করতে শুরু করেন।

ওই দম্পতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রমান হিসাবে তাঁরা ভুতুড়ে বস্তুটির ছবিও তুলে নিয়ে এসেছেন। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু কঙ্কালটি কিসের তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে।