নিজস্ব সংবাদদাতা: কিরণ মজুমদারের সঙ্গে সায়ন্ত মোদকের বিচ্ছেদ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সায়ন্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাঁর আরও দুই প্রাক্তন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রিয়াঙ্কা মিত্র। এবার সায়ন্তর সঙ্গে মেয়ে অহনার স্বামী দীপঙ্করের তুলনা করলেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। 

 


মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রূপটান শিল্পী দীপঙ্করকে বিয়ে করেন অভিনেত্রী অহনা দত্ত। সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছেন 'অনুরাগের ছোঁয়া'র 'মিশকা'। কাউকে কিছু না জানিয়ে গতবছর দীপঙ্করকে বিয়ে করেন অভিনেত্রী, তখন থেকেই একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা। 

 

এদিকে কিছুদিন আগেই মাকে হারিয়েছেন চাঁদনী। অহনার সঙ্গে দীপঙ্করের সম্পর্ক জানার পর থেকে মেয়েকে নিয়ে নানা কথাও বলেন চাঁদনী। মায়ের বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন অহনাও। মাঝে সেইসব কথা বন্ধ থাকলেও এবার সমাজমাধ্যমে সায়ন্ত মোদকের ছবি ভাগ করে চাঁদনী লিখেছেন, 'তিনি একা না অনেকেই আছেন, তবে সব মেয়েরা সাহস করে বলতে পারে না। বলদের মত টাকা ও শোয়ার নেশায় সব বিলিয়ে দেয়। সব জেনেও তাই এই ধরনের ছেলেরা নিজেদের চালানোর জন্য ফাঁদ পাতবেই। কিন্তু মেয়েদের একটু বুঝতেই হবে।'

 

চাঁদনীর ওই পোস্টে নেটিজেনদের দাবি, এই কথা মেয়ে অহনাকে ইঙ্গিত করেই বলেছেন তিনি। দীপঙ্করের সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে না পারায়, এভাবেই হয়তো ক্ষোভ উগড়ে দিলেন চাঁদনী।