সংবাদ সংস্থা মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে এইমুহূর্তে অভিষেক বচ্চনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? দাম্পত্যের ঝামেলা কি অতীত? বলিপাড়ার অন্দরমহলে বর্তমানে অবশ্য কান পাতলে শোনা যায়, নতুন ইনিংস শুরু করেছেন অভিষেক-ঐশ্বর্য। আর সেইজন্য স্ত্রীকে নিয়ে ফের প্রকাশ্যে মুখ খোলার পাশাপাশি টুকটাক মজা করার সুযোগ পেলে ছাড়ছেন না 'জুনিয়র বি'।  কারণ সেই ফাঁকতালে ইঙ্গিতও দিয়ে দিচ্ছেন নিজের ‘সুখী গৃহকোণ’-এর। সম্প্রতি, প্রকাশ্যে এমনই এক ইঙ্গিত দিলেন ঐশ্বর্যর স্বামী। 

 


সম্প্রতি, বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিষেক। যেখানে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘জুনিয়র বচ্চন’। অনুষ্ঠানের মঞ্চ থেকে অর্জুন মজার মেজাজেই অভিষেককে প্রশ্ন ছোড়েন, “আপনার জীবনে এমন কেউ রয়েছেন, যে আপনাকে ‘আই ওয়ান্ট টু টক’ বললে আপানর টেনশন বেড়ে যায়?”  অভিষেকের তরফে জবাব ভেসে আসে, "এখনও তোমার বিয়ে হয়নি তো, যখন হবে, তখন এই উত্তর নিজে থেকেই পেয়ে যাবে। স্ত্রী যখন ফোন করে তোমাকে বলবে, ‘আমার কিছু কথা আছে’, বুঝে নিও তুমি গাড্ডায় পড়েছ!”  

 

প্রসঙ্গত, গত ডিসেম্বরেই ডিভোর্সের জল্পনায় জল ঢেলে একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন তাঁরা। এমনকী মেয়ে আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে। ভাঙা সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য।