আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরেই সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা নিয়ে চলছে নানা আলোচনা। কবে থেকে এই নিয়ম চালু হবে তা নিয়ে সকলের উৎসাহ তুঙ্গে রয়েছে। বিষয়টি নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার।


সম্প্রতি বেশ কয়েকটি মিডিয়া এই খবর জোরালোভাবে প্রচার করতে শুরু করে যে এপ্রিল মাস থেকেই নাকি নতুন নিয়ম চালু হতে চলেছে। এপ্রিল মাস থেকেই নাকি সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। তবে বিষয়টি নিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়েছে আরবিআই। এই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আরবিআই একটি নির্দেশিকা জারি করেছে ঠিকই। তবে সেখানে কোথাও লেখা নেই যে এপ্রিল মাস থেকেই চালু হবে এই নিয়ম।

 
যে সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশিত করেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল এপ্রিল মাস থেকেই দেশের সবকটি ব্যাঙ্কে নাকি সপ্তাহে ৫ দিন করে খোলা থাকবে। বাকি দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

 


তবে এই খবরটি যে একেবারে ভুয়ো তা জানিয়ে দিতে ভোলেনি আরবিআই। তারা জানিয়ে দিয়েছে এই বিষয়ে চিন্তাভাবনা করা হলেও এখনও পর্যন্ত কোনও সঠিক সিদ্ধান্তে আসা হয়নি। ফলে এই ধরণের কোনও খবর যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটির কোনও বাস্তব ভিত্তি নেই। যারা এই ধরণের খবর প্রকাশিত করছে তাদের কোনও সত্যতা নেই।

 


চলতি মাসেই দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের একটি সংগঠন। চারদিন ধরে টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেখানেও এই দাবিটি রয়েছে। তবে এই বিষয়ে কোনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় মন্ত্রীসভা বা আরবিআই। ফলে শনিবার যেমন ব্যাঙ্ক খোলা থাকে তেমনই থাকবে। সেখানে নিয়মের কোনও হেরফের হবে না। 

 


ব্যাঙ্ক কর্মীরা দীর্ঘদিন ধরেই সপ্তাহে ৫ দিন ধরে কাজের দাবিতে সরব হয়ে এসেছে। এই ৫ দিন পূর্ণ সময় ধরে খোলা থাকবে ব্যাঙ্ক। বাকি দুদিন একেবারে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। তবে এই বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি আরবিআই। ফলে এখন এই বিষয়টি গভীর জলেই রয়েছে।