আজকাল ওয়েবডেস্ক: আর আম্পায়ারিং করবেন না। অবসর নিয়ে ফেললেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি। ২০১৩ সালে আম্পায়ারিং কেরিয়ার শুরু করেছিলেন অনিল। খেলিয়েছেন ১২ টেস্ট। ৪৯ টি একদিনের আন্তর্জাতিক ও ১৩১ আইপিএল ম্যাচ। সব মিলিয়ে ৯১ প্রথম শ্রেণির ম্যাচ, ১১৪টি লিস্ট এ ম্যাচ ও ২০টি টি২০ ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন অনিল চৌধুরি।
 
 রঞ্জি ফাইনালে শেষবারের মতো আম্পায়ারিং করেন অনিল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল বিদর্ভ ও কেরালা। আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার আম্পায়ারিং করেন গত বছরের ২৭ সেপ্টেম্বর ভারত–অস্ট্রেলিয়া ম্যাচে। খেলাটি হয়েছিল রাজকোটে। এটা ঘটনা ২০১৩ সালে রাজকোটেই আম্পায়ারিং কেরিয়ার শুরু করেছিলেন অনিল। সেবার টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত–অস্ট্রেলিয়া।
 
 আম্পায়ারিং থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরেননি অনিল। ধারাভাষ্যকার হয়ে গিয়েছেন এখন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্যকার অনিলকে দেখা গেছে। 
 
 পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে নতুন আম্পায়ারদের প্রশিক্ষণও দিচ্ছেন অনিল। 
 
 সেই অনিল জানিয়েছেন, ‘আম্পায়ারিং ছেড়ে ধারাভাষ্যকার হয়ে গেছি। গত ছয় মাস ধরেই এটা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাভাষ্য দিয়েছি। শেষবার রঞ্জি ফাইনালে আম্পায়ারিং করেছিলাম।’ এরপরেই অনিল জানিয়েছেন, ‘সৌদি আরব ও আমেরিকায় টি২০ লিগে হয়ত আম্পায়ারিং করব। তাই আপাতত আম্পায়ারিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকারের কাজও করব। নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নতুন আম্পায়ারদের প্রশিক্ষণ দেব।’ 
 
 এদিকে, আসন্ন আইপিএলে এবার সাত নতুন ভারতীয় আম্পায়ারকে দেখা যাবে। এছাড়া সিনিয়র হিসেবে এস রবি ও সিকে নন্দন থাকবেন। এছাড়া বিদেশিদের মধ্যে থাকবেন মাইকেল গফ, ক্রিস গাফানি ও আদ্রিয়ান হোল্ডস্টক। 
