আজকাল ওয়েবডেস্ক:‌ অধ্যাপকের কুকীর্তি এল প্রকাশ্যে। বেশ কয়েক বছর ধরেই চলছিল এই ঘটনা। কিন্তু একটা উড়ো চিঠি ফাঁস করে দিল ভূগোলের অধ্যাপকের কুকীর্তি। বেরিয়ে এল কীভাবে একের পর এক ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওই অধ্যাপক। আর সেই ভিডিও গোপনে রেকর্ড করে রাখতেন। তারপর সেই ভিডিও দিয়ে চলত ব্ল্যাকমেল। বহু ছাত্রীকেই নিজের শিকার বানিয়েছিলেন ওই অধ্যাপক।


৫০ বছরের ওই অধ্যাপককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পুলিশ। ধৃত অধ্যাপকের কাছ থেকে এরকম অন্তত ৫৯টি অশ্লীল ভিডিও উদ্ধার হয়েছে। 
পুলিশের কাছে যে উড়ো চিঠি এসেছিল, তার সঙ্গেই একটি পেন ড্রাইভ পাঠানো হয়েছিল, তার মধ্যেই বিভিন্ন ভিডিও দেখা যায়। ওই চিঠিতে লেখা ছিল, অভিযুক্ত অধ্যাপকের কাছে এমন বহু ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও রয়েছে। জানা গেছে উড়ো চিঠি পাওয়ার প্রায় তিন দিন পর ওই অধ্যাপককে গ্রেপ্তার করে প্রয়াগরাজ পুলিশ। 


পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেছে, বিগত কয়েক বছর ধরেই সে ছাত্রীদের যৌন নিগ্রহ, জোর করে শারীরিক সম্পর্কের ভিডিও রেকর্ডিং শুরু করেছিল। ২০০৯ সালে তাঁর কলেজের এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। সেই সময়ই প্রথম ওয়েব ক্যামে তিনি যৌনতার ভিডিও রেকর্ড করেন। এরপরই তা নেশায় পরিণত হয়ে যায় ওই অধ্যাপকের। ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে, কখনও আবার ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন এবং তা রেকর্ড করে রাখতেন। একাধিক ভিডিও আবার পর্ন সাইটে আপলোডও করে দিয়েছেন বলে দাবি ধৃতের। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।