আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সংসদে ফের সাসপেন্ড করা হল ৪৯ জন বিরোধী সাংসদকে। সোমবারের পরিসংখ্যান দেখেই রীতিমত তাজ্জব দেশের রাজনৈতিক মহল। সোমবার একঘন্টার মাথায় সংসদের দুই কক্ষ থেকে ৭৮ সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। দেশের সংসদীয় গণতন্ত্রে ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন, বলছে রাজনৈতিক মহল। সেই রেশ, চর্চা থামার আগেই, বেড়ে গেল কয়েকগুন। সোমবারের পর মঙ্গলবারেও সংসদে জারি সাসপেনশন। একযোগে সাসপেন্ড হয়েছেন ৪৯ জন বিরোধী সাংসদ। মঙ্গলবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, শীতকালীন অধিবেশনে মোট ১৪১ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হল। বুধবার সংসদে হামলার ঘটনার পর থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ। এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা। তার মাঝেই বাবার বিরোধী সাংসদদের সংসদের কার্যক্রমে বাধা, অসংবিধানিক আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার শশী থারুর, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদব, ফারুখ আবদুল্লাহ সহ ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে বিরোধীদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার সকালেই সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা।
