আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল অ্যারেস্ট হয়ে ফের একবার বিরাট পরিমান অর্থ হারালেন এক মহিলা। বয়সে প্রবীণ হওয়ার জেরে অতি সহজেই ওই মহিলাকে কায়দা করে ফেলে প্রতারকরা।
মুম্বইয়ের বাসিন্দা ৮৬ বছরের বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারকরা নিজেদের কাজ হাসিল করল। তারা হাতিয়ে নিল ২০ কোটি টাকা। নিজেদেরকে পুলিশ অফিসার হিসাবে পরিচয় দেয় প্রতারকরা। বৃদ্ধাকে ফোন করে প্রতারকরা জানায় তাঁর আধার কার্ডে কারচুপি করা হয়েছে। ফলে সেখান থেকে বহু টাকা সরিয়ে নিয়ে যাবে প্রতারকরা। সেই টাকা বেশ কয়েকটি অ্যাকাউন্টে সরানো হবে।
এরপরই নানাভাবে বৃদ্ধার কাছ থেকে তথ্য সরিয়ে নেয় প্রতারকরা। তাঁর অ্যাকাউন্ট থেকে ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। বৃদ্ধা যখন বুঝতে পারলেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে তখন তিনি পুলিশের কাছে যান। সেখানে গোটা বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয় যেভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে তারপর সেগুলি কোথায় গিয়েছে তার খোঁজ চালানো হচ্ছে।
যেভাবে প্রতিটি সময়ে এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্রচার চালানো হচ্ছে সেখানে ফের এই ধরণের ঘটনা সকলকে অবাক করেছে। প্রতারকরা প্রধানত প্রবীণ ব্যক্তিদের টার্গেট করছেন। ফলে সহজে তাঁদেরকে বোকা বানানো যাচ্ছে। সেখান থেকে তথ্য হাতিয়ে নিয়ে অতি দ্রুত নিজেদের কাজ সারছে প্রতারকরা।
যেভাবে এই প্রবীণ বৃদ্ধাকে ঠকিয়ে নিয়ে নিজেদের কাজ হাসিল করেছে প্রতারকরা তাতে পুলিশ বাড়তি অস্বস্তি বোধ করছে। তবে এখানে যদি সাধারণ মানুষ সতর্ক না হন তাহলে এই ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে নিজেদের বাঁচানো মুশকিল বলেই মনে করছে প্রশাসন।
প্রতারকরা যেভাবে নিজেদেরকে বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রশাসনিক পদ দেখিয়ে সকলকে বোকা বানাচ্ছে তাতে যে কেউ এদের ফাঁদে পড়তে পারেন। সেদিক থেকে দেখতে হলে কোনওভাবেই যেন এদের খপ্পড়ে না পড়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায় সেদিকেই সকলকে নজর রাখতে হবে বলেই মনে করছে প্রশাসনের কর্তারা।
