আজকাল ওয়েবডেস্ক: হোসে মোলিনা যে আশঙ্কা করেছিলেন, সেটাই সত্যি হল। জাতীয় শিবিরে চোট পেয়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন আশিক কুরুনিয়ন। এবার চোট পেয়ে ছিটকে গেলেন মনবীর সিং। বুধবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। তার আগের দিন প্র্যাকটিসে চোট পান মনবীর। বাড়তি ওজন তুলতে গিয়ে উরুর পেশিতে চোট পান তারকা ফুটবলার। মঙ্গলবার রাতেই এই খবর মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুতর এখনও জানা যায়নি। কলকাতায় ফেরার পর পরীক্ষা হবে। মনবীরকে জাতীয় শিবির থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, মালদ্বীপ এবং বাংলাদেশ ম্যাচে নেই তিনি। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন বাগানের তারকা ফুটবলার।
এর আগে আশিক কুরুনিয়নের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ভারতীয় দলের ফিজিক্যাল ট্রেনারের নির্দেশে বাড়তি ওজন তুলতে গিয়ে গুরুতর চোট পান বাগানের উইঙ্গার। এক মরশুমের জন্য মাঠের বাইরে চলে যান। এপ্রিলের প্রথম সপ্তাহে আইএসএলের সেমিফাইনাল রয়েছে। ১২ এপ্রিল ফাইনাল। লিগ শিল্ড জেতার পর চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাবেন মোলিনা। তার আগে মনবীরের চোট নিঃসন্দেহে চিন্তা বাড়াবে। মঙ্গলবার বাড়তি ওজন তুলতে গিয়েই বিপত্তি ঘটে। লিগ শিল্ড জয়ের অন্যতম কান্ডারীকে আইএসএলের বাকি তিন ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা মনবীর কলকাতায় ফেরার পর জানা যাবে। আইএসএলের লিগ পর্বের শেষে জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়ার আগে এই বিষয়ে চিন্তিত ছিলেন মোলিনা। বাগান কোচের আশঙ্কাই সত্যি হল। কিন্তু বারবার জাতীয় দলের শিবিরে কেন একই ঘটনা ঘটছে? এই প্রশ্ন উঠবেই।
