নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হন হবু মা অভিনেত্রী মানসী সেনগুপ্ত। অবশেষে আজ সকালে দিলেন সুখবর, এক কন্যা সন্তানের পর দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছেন মানসী। জানিয়েছেন এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও মানসী শুটিং-এর পাশাপাশি সব কাজ চালিয়ে গিয়েছেন হাসিমুখে। যদিও মানসী জানিয়েছিলেন, চিকিৎসক প্রথমদিকে তাঁকে পুরোপুরি শুয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন, কারণ ছিল তাঁর ‘হাই রিস্ক প্রেগন্যান্সি’। তবে নিজের উপর ভরসা ছিল তাঁর। এমনকী নিজেই গাড়ি চালিয়ে সাধ খেতেও আসেন মানসী সেনগুপ্ত। 

দ্বিতীয়বার মা হয়ে স্বভাবতই খুশি অভিনেত্রী। আপাতত মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে খবর অভিনেত্রীর পরিবারসূত্রে। বিগত কয়েকদিন পরিবারের প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েছেন মানসী। তবে একথাও সাফ জানিয়ে দিয়েছেন যে, কয়েক মাসের মধ্যেই আবার শুটিংয়ে ফিরবেন তিনি, কারণ অভিনয় ছাড়া তাঁর পক্ষে ভাল থাকা সম্ভব নয়। 

প্রসঙ্গত, শেষ কয়েক মাসে টলিউড একের পর এক সুখবর এসেছে। কিছুদিন আগেই অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী মা হয়েছেন, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তিনিও অন্তঃসত্ত্ব অবস্থায় ধারাবাহিকে অভিনয় চালিয়ে গিয়েছেন। গতকাল মানসীর আদরের কন্যা, মা এবং হবু সন্তানের জন্য হাসপাতালে চিঠি লিখে পাঠিয়েছিলেন। দুই সন্তানকে নিয়ে এখন দারুন খুশি মানসী।