আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচের আগে এক সপ্তাহও বাকি নেই। তার আগে চোট সমস্যায় লখনউ সুপার জায়ান্টস। সম্পূর্ণ ফিট নয় পেস ব্রিগেড। এই তালিকায় রয়েছে আকাশ দীপ, আবেশ খান, মহসিন খান এবং মায়াঙ্ক আগরওয়াল। মহসিনকে রিটেন করে লখনউ সুপার জায়ান্টস। একমাত্র তিনিই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে। বাকিরা এখনও আসেনি। মায়াঙ্ক এবং আকাশদীপ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছে। প্রথমজন বল করা শুরু করেছে। তবে আকাশ দীপকে আইপিএলের শুরুতে না পাওয়ার সম্ভাবনা বেশি। প্রথম কয়েকটা ম্যাচে বাংলার পেসারকে পাওয়া যাবে না।
আবেশ খান আগের তুলনায় ফিট। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি। মহসিনের কাফ মাসেলে চোট আছে। আইপিএল শুরু হওয়ার আগে কড়া সিদ্ধান্ত নিতে হবে এলএসজি ম্যানেজমেন্টকে। আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। ব্যাকআপ হিসেবে রয়েছেন শার্দূল ঠাকুর এবং শিবম মাভি। মেগা নিলামে দু'জনেই অবিক্রিত ছিলেন। তবে লখনউয়ের বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কপাল খুলতে পারে দুই পেসারের। একাধিক ভারতীয় পেসারকে দলে রেখেছিল লখনউ। বিদেশিদের মধ্যে রয়েছেন একমাত্র শামার জোসেফ। মিচেল মার্শ থাকলেও চোটের জন্য তাঁর বল করার সম্ভাবনা প্রায় নেই। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির মেন্টর জহির খান। শার্দূল এবং মাভিকে নেওয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রাক্তন তারকা পেসার।
