আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে প্রচারে নজর কাড়ল জিওস্টার। বিশ্বকাপের অফিশিয়াল সম্প্রচারকারী প্ল্যাটফর্ম তাদের অভিনব প্রচারে নেটপাড়ার নজর কেড়েছে।
এদিন বিশ্বকাপের প্রোমো প্রকাশিত হতেই তা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলা এই বিশ্বকাপের প্রচারে প্রথমবারের মতো সামনে আনা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী মহিলা দলের তারকাদের।
শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মা এই তিনজনকে নিয়ে তৈরি হয়েছে টুর্নামেন্টের বিশেষ প্রোমো ভিডিও। সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে তাঁরা জানিয়েছেন, আইসিসি ট্রফি এবারও ভারতের হাতছাড়া হবে না।
ভিডিওতে জেমিমা ও শেফালি বলেন, ‘২০২৫ সালের ২ নভেম্বর একটা স্বপ্ন পূরণ হয়েছিল। কিন্তু এবার আবার মাঠে নামার সময়, আবার গর্জে ওঠার সময়, আবার আমাদের পতাকা ওড়ানোর সময়। কারণ এবার ছেলেদের পালা। আমরা একটা কাপ ঘরে এনেছি, আরেকটা যেতে দেব না।’
এরপর শেফালি বলেন, ‘সবশেষে বলতে হয়, আমাদের ছেলেরা আমাদের মেয়েদের থেকে কোনও অংশে কম নয়।’ এই সংলাপটিই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
প্রোমোর আরও একটি অভিনব দিক হল, মহিলা ক্রিকেটারদের দেখা যাচ্ছে পুরুষ দলের জার্সিতে। অধিনায়ক সূর্যকুমার যাদবের জার্সিসহ একাধিক পুরুষ দলের জার্সি পরে হাজির হয়েছেন শেফালি, জেমিমারা।
যা ‘রোল রিভার্সাল’-এর ভাবনাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই ভাবনাই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এই বিজ্ঞাপনকে অনেকেই ‘ফ্রেশিং’ বলে উল্লেখ করেছেন।
কারণ, এতদিন পুরুষ ক্রিকেটারদের দিয়েই মূলত মহিলা ক্রিকেটের প্রচার করানো হয়েছে। এমনকি ২০২৫ মহিলা বিশ্বকাপের আগেও রোহিত শর্মাকে দেখা গিয়েছিল মহিলা দলের সমর্থনে প্রচারে অংশ নিতে।
এই ব্যতিক্রমী ভাবনার জন্য স্টার স্পোর্টস ও জিওস্টারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এক ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘স্টার স্পোর্টসের প্রোমো আমি সাধারণত পছন্দ করি না, কিন্তু এই বিজ্ঞাপনটা দুর্দান্ত। কখনও ভাবিনি মহিলা ক্রিকেটাররা পুরুষদের খেলার প্রচার করবেন। কনসেপ্ট টিমকে কুর্নিশ। এবার ছেলেদের দায়িত্ব বিশ্বকাপ ঘরে আনার।’
আরেকজন মন্তব্য করেন, ‘প্রোমো টিমের বেতন বাড়ানো উচিত। সাম্প্রতিক সময়ের সেরা বিজ্ঞাপনগুলোর একটি।’ কেউ আবার সংক্ষেপে লেখেন, ‘উনো রিভার্সটা দারুণ।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিল ভারতের মহিলা দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে রান তাড়া করে জেমিমা রড্রিগেজের অনবদ্য শতরান ম্যাচের রং বদলে দেয়।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেফালি ভার্মা অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন। এবার নজর পুরুষ দলের দিকে। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত।
তবে চলতি সংস্করণে রোহিত ও বিরাট কোহলি ছাড়াই তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ভারত ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
এরপর ১২ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
