আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে রূপচর্চার দুনিয়াতে জনপ্রিয় কে বিউটি। কোরিয়ানদের মতো স্বচ্ছ ত্বক পাওয়ার স্বপ্ন থাকে সকলের। যার জন্য অনেকেই নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। কেউ বা ঘরোয়া রূপচর্চায় ভরসা রাখেন। তবে চকচকে ত্বক পেতে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। সামান্য কিছু জিনিস দিয়ে কম খরচে আপনিও কোরিয়ানদের মতো ত্বক পেতে পারেন। ঘরোয়া একটি প্যাকের জাদুতেই হবে মুশকিল আসান।
একটি পাত্রে এক চামচ মধুর সঙ্গে এক চামচ হলুদ মেশান। এবার একটি আমন্ড বাদামকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটিতে মেশাতে থাকুন। যতক্ষণ না বাদামটি পুরোপুরি মিশে যায় ততক্ষণ ঘষতে থাকুন। প্যাকটি রাতে ঘুমানোর আগে মিনিট ২০ মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এক রাতেই ত্বকে পার্থক্য বুঝতে পারবেন।
বাড়িতে বানানো এই প্যাকটি ক্রিম অ্যান্টি এজিংয়েরও কাজ করবে। মুখের দাগছোপ দূর করতে সাহায্য করবে। ত্বকের জন্য হলুদের জুড়ি মেলা ভার। হলুদ ত্বকের রং উজ্জ্বল করতে, দাগছোপ দূর করতে সহায়তা করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে মধু। সঙ্গে আমন্ড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। তাই কোরিয়ানদের মতো ত্বক পেতে চাইলে আজ থেকেই ব্যবহার করুন এই ঘরোয়া প্যাক।
