আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে রোহিত করেছিলেন ৭৬। এরপরই রোহিতের গুরুত্ব বেড়ে গেছে। খোদ বিসিসিআইও নেতা রোহিতকেই প্রাধান্য দিচ্ছে।
অথচ মাস কয়েক আগেই রোহিতকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বর্ডার গাভাসকার ট্রফিতে তিন টেস্টে করেছিলেন মাত্র ৩১ রান। তারপর ইংল্যান্ড সিরিজেও বড় একটা রান পাননি। কিন্তু সেই রোহিতই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন। ওই প্রতিবেদনে বোর্ডকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘রোহিত দেখিয়ে দিয়েছে ও কী করতে পারে। বোর্ডের সবাই মনে করছে ইংল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক রোহিতই। আর সাদা বলের ক্রিকেটে খেলার আগ্রহ স্বয়ং রোহিত দেখিয়েছে।’
একদিন আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও বলেছিলেন, রোহিত ২০২৭ বিশ্বকাপ অবধি খেলবে। ২০২৩ সালে যেটা একটুর জন্য হয়নি, ২০২৭ সালে সেই কাপটা জেতার চেষ্টা করবে রোহিত।
তিন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পন্টিংয়ের কথায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম একাদশে খেলা তিন ভারতীয় অলরাউন্ডারই দুর্দান্ত পারফর্ম করেছে। প্রতিটা ম্যাচেই কেউ না কেউ বা একাধিক ক্রিকেটার ছাপ রেখেছে। এটাও ভারতের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ।’
