আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে চলছে রংয়ের উৎসব। তাতে সামিল ছোট থেকে বড়। কলকাতায় টিম হোটেলে দোল উৎসব পালন করে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। বাদ যায়নি প্রাক্তনরাও। এককালীন সতীর্থদের সঙ্গে হোলি খেললেন শচীন তেন্ডুলকর। এই তালিকায় ছিলেন যুবরাজ সিং, অম্বতি রাইডু এবং ইউসুফ পাঠান। ইন্ডিয়ান মাস্টার্স লিগের সেমিফাইনাল জেতার পর রংয়ের উৎসবে মাতেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকারা। যুবরাজের অর্ধশতরানে অস্ট্রেলিয়াকে ৯৪ রানে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সতীর্থদের সঙ্গে মনের আনন্দে হোলি খেলতে দেখা যায় শচীনকে। যুবরাজের রুমে গিয়ে তাঁকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে দেন মাস্টার ব্লাস্টার। তারপর রং মাখান। একেবারেই প্রস্তুত ছিলেন না যুবি। দেখে মনে হয়েছে, সবে ঘুম থেকে উঠেছেন প্রাক্তন তারকা। তবে কিংবদন্তিকে পিচকারি হাতে দেখে ঘর থেকে বেরিয়ে আসেন।
যুবরাজের পর রাইডু এবং ইউসুফ পাঠানকে রং মাখাতে দেখা যায় শচীনকে। যুবির মতো রায়ডুর ঘরের দরজা ধাক্কা দিয়ে তাঁকে জলে ভেজান মাস্টার ব্লাস্টার। শচীনের গায়ে এক বালতি জল ঢালতে দেখা যায় পাঠানকে। যা উপভোগ করেন তারকা ক্রিকেটার। এককালীন সতীর্থদের সঙ্গে চুটিয়ে হোলি খেলেন কিংবদন্তি। পোস্ট করা ভিডিও দেখে কে বলবে তাঁর নামের পাশে একাধিক রেকর্ড আছে! অনাবিল শিশুর মতো দোল উৎসবে মেতে ওঠেন ক্রিকেট ঈশ্বর। তার আগের রাতে ইন্ডিয়ান মাস্টার্স লিগের সেমিফাইনালে ব্যাট হাতে অবদানও রাখেন। ৪২ রান করেন শচীন। চেনা ছন্দে পাওয়া যায় যুবরাজকে। মারমুখী মেজাজে অর্ধশতরান করেন।
