আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য অলরাউন্ডারদের কৃতিত্ব দিলেন রিকি পন্টিং। অজি বিশ্বকাপার মনে করেন, দুই তারকা ক্রিকেটার দলের মেরুদণ্ডের কাজ করেছে। তবে দলকে জিততে সাহায্য করেছে অলরাউন্ডাররা। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পন্টিং বলেন, 'রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া দুর্দান্ত খেলেছে। আমি টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম, ভারতকে হারানো সহজ হবে না। কারণ দলে ভারসাম্য রয়েছে। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রনে দল। ফাইনালে অধিনায়ক দলকে জিতিয়ে দিয়েছে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনজন অলরাউন্ডার পাঁচ ম্যাচেই খেলেছে। যার ফলে ভারতের ব্যাটিং গভীরতা বেড়েছে। বোলিংয়েও একাধিক বিকল্প ছিল। পন্টিং মনে করেন, এই বিষয়টাই বাকি দলগুলোর তুলনায় ভারতকে এগিয়ে দিয়েছে। একইসঙ্গে জানান, পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা ছিল ভারতের। তবে অলরাউন্ডাররা সেটা ঢেকে দিয়েছে। এই প্রসঙ্গে পন্টিং বলেন, 'দলে তিনজন অলরাউন্ডার থাকায় ভারতীয় দলে ভারসাম্য বেড়েছে। হার্দিক পাণ্ডিয়ার নতুন বলে কয়েকটা ওভার বল করতে পারার ক্ষমতা সাহায্য করেছে। যার ফলে স্পিনারদের সুবিধা হয়েছে।' অক্ষর প্যাটেলের বিশেষ প্রশংসা করেন পন্টিং। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ক্যামিওর প্রশংসা করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। পন্টিং মনে করেন, অক্ষরের ইনিংসের ফলে লোয়ার অর্ডারের কাজটা কিছুটা হলেও সহজ হয়ে গিয়েছে।
