আজকাল ওয়েবডেস্ক:‌ দেশের হয়ে খেলার স্বপ্ন কী তাহলে শেষ হয়ে গেল যজুবেন্দ্র চাহালের?‌ যদিও এখন সীমিত ওভারের ক্রিকেটে আর সুযোগ পান না এই ডানহাতি স্পিনার। চলতি আইপিএলের পরেই তিনি চলে যাবেন কাউন্টি খেলতে। ঠিক যখন ভারত যাবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে।


আইপিএলের আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন চাহাল। ভারতের লেগ স্পিনারের সঙ্গে চুক্তি করেছে নর্দাম্পটনশায়ার। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে প্রথম শ্রেণির ম্যাচ এবং ওয়ান ডে কাপ খেলবেন চাহাল।


যদিও এর আগেও নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছেন চাহাল। তাই এই ক্লাব তাঁর কাছে নতুন নয়। তবে এই চুক্তির জন্য চাহালের আইপিএল খেলতে কোনও সমস্যা হবে না। পাঞ্জাব কিংস তাঁকে গোটা প্রতিযোগিতাতেই পাবে। আইপিএলের পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন চাহাল।


জানা গেছে, আগামী ২২ জুন নর্দাম্পটনশায়ারে যোগ দেবেন তিনি। মিডলসেক্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন। ওয়ান ডে কাপের প্রথম সাতটি ম্যাচে চাহালকে পাবে না নর্দাম্পটনশায়ার। ২০ জুন থেকে শুরু হবে ভারত–ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সে সময় ইংল্যান্ডেই থাকবেন চাহাল। 


এদিকে চাহাল বলেছেন, ‘‌গত মরসুমে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলতে গিয়ে খুব উপভোগ করেছিলাম। আবার খেলার সুযোগ পেয়ে ভীষণ ভাল লাগছে। আশা করি, এবারও ভাল পারফর্ম করতে পারব।’‌ কোচ ড্যারেন লেম্যান বলেছেন, ‘‌বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনারকে আবার আমাদের সঙ্গে পাব। দারুণ খবর। খুব উত্তেজিত লাগছে।’‌ 


২০২৪ সালে নর্দাম্পটনশায়ারের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন চাহাল। ডার্বিশায়ারের বিরুদ্ধে ৯৯ রানে ৯ উইকেট পেয়েছিলেন। ওয়ান ডে কাপে কেন্টের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন।