আজকাল ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার ২৬ বছর বয়সী এক যুবক তাঁর বিয়ের ১২ দিন পর আবিষ্কার করেন যে তাঁর নববধূ আসলে একজন পুরুষ। রিপোর্ট অনুযায়ী, এই যুবক, যার ছদ্মনাম এ কে, তাঁর বিয়ের ১২ দিনের মাথায় স্তম্ভিত হয়ে জানতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনার সূত্রপাত ঘটে যখন তাঁরা সামাজিক মাধ্যমে একজনের সাথে পরিচিত হন, যার নাম আদিন্দা কানজা (২৬)। ২০২৩ সালে তাদের পরিচয় হয় এবং দ্রুতই তাদের মধ্যে সর্ম্পক গড়ে ওঠে। কানজা নিজেকে একজন ধার্মিক মুসলিম নারী হিসেবে পরিচয় দিতেন এবং সবসময় ঐতিহ্যবাহী মুসলিম পোশাক, নিকাব পরতেন, যা তাঁর পুরো মুখ ঢেকে রাখত।
তাদের সর্ম্পক এতটাই গভীর হয় যে ২০২৪ সালের এপ্রিলে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পর কানজা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানান এবং সবসময় তাঁর মুখ ঢেকে রাখতেন। এছাড়াও, তিনি শারীরিক সর্ম্পকে জড়ানোর ক্ষেত্রেও এড়িয়ে চলতেন।
এই পরিস্থিতি যুবককে সন্দেহে ফেলে এবং তিনি তাঁর স্ত্রী সম্পর্কে আরও তথ্য খুঁজতে শুরু করেন। অবশেষে, তিনি জানতে পারেন যে কানজা, আসলে ই এস এইচ নামে একজন পুরুষ, যিনি ২০২০ সাল থেকে নারীর বেশে প্রতারণা করছেন।
এ ঘটনার পর ইন্দোনেশিয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
