আজকাল ওয়েবডেস্ক: আগামী সপ্তাহেই বড়দিন। বড়দিন উপলক্ষ্যে পার্ক স্টিট সেজে ওঠে অন্য সাজে। সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। পার্ক স্ট্রিটকে আলো দিয়ে সাজাতে তৈরি হয়েছিল তোরণ। কিন্তু শনিবার বাসের ধাক্কায় ভাঙল সেই তোরণ। সাঁতরাগাছি-শিয়ালদহ রুটের একটি বাস ধাক্কা দেয় গেটে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ধর্মতলা-পার্ক স্টিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তৈরি হয় যানজট। ট্রাফিক পুলিশ তৎপর হয়ে ভেঙে পড়া তোরণের অংশ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে তৎপর হয়। সপ্তাহান্তে এই চত্বরে বেশ ভিড় হয়। ক্রিসমাসের আগে এই সময়ে ব্যস্ততা তুঙ্গে। ফলে এই ঘটনায় যথেষ্ট সমস্যায় পড়েন সাধারণ মানুষ।