আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে সদ্য শুরু হয়েছে ব্লিঙ্কিট আম্বুলেন্স পরিষেবা। এই পরিষেবা থেকে বড়সড় উপকার পেলেন এক তরুণী। কৃতজ্ঞতা জানিয়ে সেই কথা পোস্টও করেন ওই তরুণী। তারপরেই তরুণীর পোস্টে কমেন্ট করেছেন খোদ জোমাটোর  কর্ণধার দিপেন্দার গোয়েল। 

দাদুর প্রান সঙ্কটে। দিশেহারা তরুণী তড়িঘড়ি ব্লিঙ্কিট অ্যাম্বুলেন্সকে খবর দেন। ওই তরুণী ভেবেছিলেন অ্যাম্বুলেন্স পৌঁছাতে বেশকিছু সময় নেবে। কিন্তু ব্লিঙ্কিটের ১০ মিনিট ডেলিভারি সার্ভিসের মতো কামাল দেখাল ব্লিঙ্কিট অ্যাম্বুলান্স পরিষেবাও। গোটা ঘটনার আভিজ্ঞতা জানিয়ে নেটমাধ্যেমে তা পোস্ট করেন তরুণী। পোস্টে তিনি লেখেন, তাঁর দাদুর আচমকাই শরীর খারাপ হয়ে যাওয়ায় জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। তারপরেই তিনি ব্লিঙ্কিট অ্যাম্বুলান্সে খবর দেন। তরুণী ভেবেছিলেন এই পরিষেবার প্রক্রিয়া জটিল এবং দীর্ঘসময় অতিবাহিত হতে পারে। কিন্তু শেষে তার কোনওটাই হল না। উল্টে মাত্র কয়েক মিনিটে অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছয়। অ্যাম্বুলান্সটি তাঁদের শুধুমাত্র হাসপাতালেই পৌঁছে দেয়নি। পাশাপাশি তরুণীর অসুস্থ দাদুর অন্য়ান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয় ওই অ্যাম্বুলেন্সের উদ্য়োগে। খুশি হয়ে তরুণীর মা অ্যাম্বুলোন্স কর্মীদের টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু তা নিতে অস্বীকার করেন তাঁরা। তরুণী পোস্টে আরও লেখেন যে, তিনি পরিষেবা পেয়ে অত্যন্ত সন্তুষ্ট। 

এরপরেই এই পোস্ট সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্ট নজরে আসে খোদ জোমাটোর কর্ণধার দিপেন্দার গোয়েলের। তিনি তাঁর পোস্টে   তরুণীর দাদুর দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। এবং লেখেন যে, সাহায্য করতে পেরে তিনিও খুশি হয়েছেন।