সংবাদসংস্থা, মুম্বই: সুহানা খানের প্রথম ছবির গান 'শুনো' মুক্তি পেয়েছে। সেই নিয়ে আহ্লাদে আটখানা বাবা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মেয়েকে। পরিচালক জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে হাতেখড়ি হবে সুহানা খানের। সেই নিয়ে খান পরিবারে অন্ত ছিল না খুশির। এই কিছু দিন আগেই পরিচালক ছবির প্রথম গান শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গান শুনে প্রশংসা জানিয়েছেন অনুরাগীরা। বাদ যাননি বলিউডের কিং খান। গানের একটি অংশ ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন 'আর্চিস ওয়ার্ল্ডের জন্য আমি খুবই খুশি। এই গানটাই আমার আজকের দিনের অনুপ্রেরণা'। শাহরুখ ইনস্টাগ্রামে পোস্ট করতেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছায়, মন্তব্যে, প্রশংসায় ভরে ওঠে কমেন্টবক্স। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, 'বাবার মতই অভিনয়ে ফাটাফাটি সুহানা। তিনিই আমাদের ছোট শাহরুখ'। জোয়া আখতারের ছবিতে এই 'শুনো' গানটি লিখেছেন জাভেদ আখতার। ছবিটির মতো গানেও আছে সেই  রক অ্যান্ড রোল ঘরানার রেট্রো ভাব।