নেটফ্লিক্স-এর ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ শো নিয়ে শুরু থেকেই চর্চা ছিল। কারণ, সিংহভাগ শুটিং হয়েছে মহানগরে। ‘খাকি’-র প্রথম সিজনের ফোকাস ছিল বিহার, এবার বাংলা। পর্দায় এই প্রথম একসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ।
2
8
জিৎ বললেন, “লোকজনের যা প্রতিক্রিয়া তাতে ভালো লাগছে। এই সিরিজ যেন আমার পরিচিতি বাড়িয়ে দেয়, আশা করব।” এই প্রথম জিতের ওয়েবের কাজ তাও আবার হিন্দিতে এবং নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে।
3
8
'খাকি'তে নিজের চরিত্র নিয়ে দারুণ আত্মবিশ্বাসী প্রসেনজিৎ। ‘ইন্ডাস্ট্রি’র কথায় – “মন চরিত্র আমি গত ৪০ বছরে করিনি। আমার চরিত্রটা আপাতদৃষ্টিতে রাজনীতিকের। বাকিটা সকলে ২০ মার্চ দেখবেন।”
4
8
রাজনীতি, পুলিশ প্রশাসন, শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী -সবমিলিয়ে ভিন্ন মোড়কে বাংলার অপরাধ জগতের কাহিনি উত্তেজনা ছড়াবে এই সিজনে
5
8
জিতের সঙ্গে ফের কাজ করা নিয়ে প্রসেনজিৎ বলেছেন, “বাংলায় আমরা করব। বাংলায় আমরা দুই ভাই খুব শিগগির আসব। বি রেডি।”
6
8
চিত্রাঙ্গদা এই শহরেই ‘বব বিশ্বাস’ শুট করেছেন। তার পরে ‘খাকি সিজন টু’-ও, ফলে গভীর সম্পর্ক তৈরি হয়েছে এই শহরের সঙ্গে। পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেত্রী নিবেদিতা বসাকের চরিত্রে তাঁকে দেখা যাবে এই সিরিজে।
7
8
সাগর তালুকদার চরিত্রে ঋত্বিক ভৌমিক। রঞ্জিত ঠাকুরের চরিত্রে আদিল জাফর খান।
8
8
ঋত্বিক-আদিলের খানের বন্ডিং নিয়ে শুরুতে টেনশন থাকলেও চোখ টানবে নিশ্চিত।