টলিউডে নতুন জুটি। একটি বিশেষ কাজের জন্য প্রথমবার জুটি বাঁধছেন ঋজু বিশ্বাস এবং অলকানন্দা গুহ। কয়েক মাস আগে ঋজুর শাড়ি বিতর্কের সময়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন অলকানন্দা। তা নিয়ে যদিও পাল্টা কিছু বলেননি অভিনেতা। সামাজিক মাধ্যমে বহু মহিলাকে একটিই লাইন লিখে পাঠাতেন ঋজু। তিনি লিখতেন ‘ইউ লুক গুড ইন শাড়ি’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘শাড়িতে তোমায় সুন্দর লাগে’। সেই স্ক্রিনশটগুলি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। 

২০২৫ সালে ‘শাড়ি বিতর্ক’ নিয়ে সামাজিক মাধ্যমের কাঠগড়ায় দাঁড়াতে হয় অভিনেতা ঋজুকে। একাধিক অভিনেত্রী সরাসরি কিছু না বললেও অভিনেতার নামে নানা অভিযোগ আনেন, যাঁদের মধ্যে অন্যতম অলকানন্দা। নাম না করে অলকানন্দা জানিয়েছিলেন, কাজ দেওয়ার নাম করে তাঁকে নাকি বাড়িতে ডেকেছিলেন ঋজু। তবে সব বিতর্ক এখন অতীত। জুটি হিসাবে দেখা যেতে চলেছে ঋজু ও অলোকানন্দাকে। একটি বিশেষ মিউজিক ভিডিওয় রোমান্টিক মুডে দেখা যাবে এই দুই অভিনেতাকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুটিং। সোমনাথ ভট্টাচার্যের পরিচালনায় নতুন একটি গানের ভিডিওতে জুটি বাঁধতে চলেছেন দুই তারকা। সৌহার্দ্য রায় ও দেবারতি দাস সরকারের কণ্ঠে শোনা যাবে এই গানটি। রোমান্টিক আবহে তৈরি মিউজিক ভিডিও হওয়ায় অলকানন্দা ও ঋজুকে দেখা যেতে পারে ঘনিষ্ঠ দৃশ্যে। অলকানন্দার কথায়, “কাজ করতে কোন অসুবিধা হয়নি, আমরা সকলেই প্রফেশনাল। সেক্ষেত্রে কাজের জায়গায় এই বিষয় নিয়ে কেউ আলোচনা করিনি। খুব ভালভাবে শুটিং হয়েছে। কিছুদিনের মধ্যেই দর্শকেরা এই মিউজিক ভিডিও দেখতে পাবেন।”

বিতর্কের সময় ঋজু স্বীকার করেছিলেন যে তিনি মহিলাদের মেসেজ করেছিলেন।তবে সেই সব কথোপকথনে কোনও অশালীন বা আপত্তিকর মন্তব্য ছিল না বলেই তাঁর দাবি। এমনকি তিনি প্রকাশ্যে এ কথাও বলেন, যদি কেউ প্রমাণ করতে পারেন যে তিনি কাউকে খারাপ বা অসম্মানজনক কথা বলেছেন, তাহলে নির্দ্বিধায় পুলিশের দ্বারস্থ হতে পারেন। এই বিতর্ক ঘিরে তখন সমাজমাধ্যমে মতভেদ স্পষ্ট হয়ে ওঠে। একাংশ অভিনেতার বিরুদ্ধে সরব হন, আবার অনেকে তাঁর পাশে দাঁড়ান। শুরুতে গোটা বিষয়টি ঋজুকে মানসিক ভাবে ভেঙে দিলেও কিছুদিন নীরব থাকার পর ফের কাজের জগতে নিজেকে ফিরিয়ে আনেন তিনি। এর মধ্যেই বড় পর্দায় একটি ছবিতে অভিনয়ও সেরে ফেলেছেন অভিনেতা। যদিও গত কয়েক বছর ধরে ছোট পর্দায় তাঁকে তেমনভাবে দেখা যায়নি। এক সময় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন তিনি।