সংবাদ সংস্থা মুম্বই: ভারতীয় সেনাকে অপমান করেছেন একতা কাপুর। এই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের এক স্থানীয় আদালত মুম্বই পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। ঘটনার সূত্রপাত ২০২০ সালে। সেই বছর একতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন মেজর টি সি রাও, ইউটিউবার হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ পাঠক সহ নেটপাড়ার একটি বড় অংশ। এরপর একতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন ‘হিন্দুস্তানি ভাউ’। আগামী ৯ মে-র মধ্যে মুম্বই পুলিশকে তদন্তের রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 

 


২০২০ সালে একতা কপূরের প্রযোজনা সংস্থা এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ট্রিপিল এক্স আনসেনসরড’-এ ভারতীয় সেনা এবং সেনাউর্দিকে অপমান করা হয়েছে— এমনটাই অভিযোগ এনেছিলেন মেজর টি সি রাও সহ নেটাগরিকদের একাংশ। সেই ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখানো হয়েছিল, স্বামী যখন সীমান্তে শত্রুপক্ষের মোকাবিলা করছেন তখন এক সেনাপ্রধানের স্ত্রী বাড়িতে অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত। আর এই দৃশ্যেই গর্জে উঠেছিলেন রাও। ‘ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে একতার ওই সংস্থা’, সংবাদ সংস্থার কাছে মন্তব্য করেছিলেন রাও। যদিও তারপরেই ক্ষমা চেয়েছিলেন একতা, ওটিটি থেকেও সেই ভিডিও সরিয়ে ফেলা হয়। সেই সময়ে একতার বিরুদ্ধে গুরুগ্রাম, ইন্দোর সহ মোট তিনটি জায়গায় পৃথক পৃথক ভাবে এফআইআরও দায়ের করা হয়। ওই সময়েই এই বিতর্কিত বলি-প্রযোজককে উচিত শিক্ষা দেওয়ার প্রস্তাব দেয় ‘হিন্দুস্তানি ভাউ’। পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন।