আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে পের বিপর্যয়। আবারও পদপিষ্টের ঘটনা। শনিবার রাতে নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলা, শিশু-সহ মোট ১৮ জনের। মহাকুম্ভে যাওয়ার উদ্দেশ্যে প্রয়াগরাজের ট্রেন ধরতে গিয়ে শেষ মুহূর্তে হঠাৎ করেই প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণা করা হয়। শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। আর তাতেই পদপিষ্ট হয় বহু মানুষের প্রাণ গিয়েছে। এরপর কুম্ভ ঘিরে নানা বিপর্যয়ের জন্য যোগী সরকারের 'অব্যবস্থা'কেই দায়ী করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মন্তব্য নয়া বিতর্কে ইন্ধন দিয়েছে। 

রবিবার কুম্ভের 'অব্যবস্থা' নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের লালপু বলেন, "কুম্ভের কি কোনও অর্থ আছে? সবটাই অর্থহীন, ফালতু।" আরজেডি প্রধান এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করেছেন এবং এর জন্য রেলের "অব্যবস্থাপনা"কে দায়ী করেছেন। বলেছেন, "ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিহতদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি। রেলে অব্যবস্থাপনার ফলে এত মানুষের প্রাণহানি ঘটেছে। রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত।" 

চলতি বছরের শেষেই বিহারে ভোট। তার আগে কুম্ভ নিয়ে লালুপ্রসাদের মন্তব্য়ে রাজনীতির পারদ চড়ছে। বিজেপিও লালু-সহ আরজেডিকে 'হিন্দু বিদ্বেষী' বলে দেগে দিতে মরিয়া। বিহার বিজেপির মুখপাত্র মনোজ শর্মার দাবি, এটাই হিন্দু ধর্মের প্রতি আরজেডির মানসিকতা প্রকাশ করেছে। মনোজ বলেছেন যে, "তোষণের রাজনীতির কারণে এই ধরনের মন্তব্য করছেন লালুপ্রসাদ যাদব। আরজেডি নেতারা সর্বদা হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অপমান করেছেন। লালুপ্রসাদের মহাকুম্ভকে অর্থহীন বলে সর্বশেষ বিবৃতি হিন্দু ধর্মের প্রতি দলের মানসিকতাকে তুলে ধরছে।"