আজকাল ওয়েবডেস্ক: মামার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলায়  ক্ষুব্ধ মায়ের হাতেই খুন ছেলে। খুনের পরে আত্মীয়দের সাহায্যে ছেলের দেহকে পাঁচ টুকরো করেন মা।

প্রাকাশমের পুলিশ সুপার, এআর দামোদর বলেছেন, কে লক্ষ্মী দেবী (৫৭) তার ছেলে শ্যাম প্রসাদকে (৩৫) ১৩ ফেব্রুয়ারি হত্যা করেন।

মহিলার আত্মীয়রা ছেলেকে খুন করতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।

ছেলে অবিবাহিত ছিল বলে জানা গেছে। সে তার মামার স্ত্রীকে হায়দরাবাদ এবং নারাসারাওপেটায় ধর্ষণের চেষ্টা করেছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মতে, তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়।

খুনের পরে, তার দেহ পাঁ টুকরো করা হয় এবং তারপরে তিনটি বস্তায় ভরে কুম্বুম গ্রামের নকলাগান্ডি খালে ফেলে দেওয়া হয়।

আসামীরা পলাতক, এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) এবং ২৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।