আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ছিল ভালবাসার দিন। এক কথায়, প্রেম দিবস। কিন্তু এমনই একটি দিনে স্মৃতির সরণি বেয়ে জীবনের কালো অধ্যায়ের খন্ডচিত্র তুলে ধরলেন পিঙ্কি প্রামাণিক। যা হয়তো কোনওদিনই মনে করতে চাইবেন না তিনি। এদিন টক শোয়ের মঞ্চে আবেগপ্রবণ পিঙ্কি। শোনালেন নিজের জেলবন্দী জীবনের সেইসব ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাংলা তথা ভারত যাকে একসময় চিনত স্পিডস্টার হিসেবে। কমনওয়েলথ, এশিয়াড সব ক্ষেত্রেই তাঁর চওড়া কাঁধে ভর করে একাধিক পদক জিতেছিল ভারত। অথচ সেই পিঙ্কি প্রামাণিক মহিলা নাকি পুরুষ, এই বিতর্কের মাঝেই ২৬ দিনের জেলবন্দী জীবন কেটে যায়। যা তাঁর সোনায় মোড়ানো জীবনের একটি কালো অধ্যায়।
আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে আয়োজিত "জেন্ডার ইকুয়ালিটি ইন স্পোর্টস" টক শোয়ে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি পিঙ্কি। আক্ষেপের সুরেই বললেন, '২০১২ সালে মিডিয়া যদি সদর্থক ভূমিকা নিত তাহলে হয়তো কষ্টটা একটু কম হত।' শুধু তাই নয়, জেলে থাকাকালীন একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন। এদিনের টক শোয়ে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত "আই অ্যাম বনি" চলচ্চিত্রের পরিচালক সৌরভ কান্তি দত্ত। শনিবার আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভেলের শেষ দিন। কম্পিটিটিভ সেকশনে স্পোর্টস, অ্যাডভেঞ্চার এবং এলজিবিটিকিউ ক্যাটাগরিতে নির্বাচিত সেরা সিনেমাগুলোকে পুরস্কার দেওয়া হবে।
