আজকাল ওয়েবডেস্ক: বাতাসে বসন্তের আমেজ। 'শহর জুড়ে যেন প্রেমের মরসুম'। আগামী শুক্রবার 'ভ্যালেন্টাইনস ডে'। প্রেম দিবস মানেই মনের মানুষের সঙ্গে ভালবাসার উদযাপন। হাতে সময় কম, তাই খুব দূরে কোথাও যাওয়ার অবকাশ নেই। তবে চিন্তা কিসের! এই শহরের আনাচে-কানাচেই যে লুকিয়ে রয়েছে প্রেম। ক্যাফের-রেস্তোরাঁর ভিড়ে নয়, রইল কলকাতার বেশ কয়েকটি জায়গায় নিরিবিলিতে সময় কাটানোর হদিশ।
১. রবীন্দ্র সরোবর- দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর শহরবাসীর বহু প্রেমের সাক্ষী। প্রকৃতির সান্নিধ্যে এই জায়গা বরাবরই প্রেমিক-প্রেমিকার পছন্দের তালিকায় প্রথমে থাকে। সাম্প্রতিককালে রবীন্দ্র সরোবরে অনেক সৌন্দর্যায়নের কাজ হয়েছে, বেড়েছে পরিচ্ছন্নতাও। বর্তমানে সন্ধে ৭টায় বন্ধ হয়ে যায় রবীন্দ্র সরোবর। তার আগে একান্তে এখানে সময় কাটিয়ে আসতে পারেন।
২. প্রিন্সেপ ঘাট- ভ্যালেন্টাইন্স ডে হোক কিংবা সরস্বতী পুজো, বড়দিন বা নববর্ষ, প্রিন্সেপ ঘাটে প্রেমিক-প্রেমিকার ভিড় নজরে আসে। গঙ্গার পাড়ে বসে আড্ডা কিংবা চাইলে নৌকা বিহারও করতে পারেন। মনের মানুষের সঙ্গে জমিয়ে গল্প করার অন্যতম সেরা ঠিকানা প্রিন্সেপ ঘাট।
৩. ভিক্টোরিয়া- সেই কবে থেকে শহরের প্রাণকেন্দ্রের ভিক্টোরিয়া প্রেমিক-প্রেমিকার অন্যতম পছন্দের জায়গা। আজও শহরের প্রেমের ঠিকানা হিসাবে ভিক্টোরিয়ার জনপ্রিয়তা এতটুকু হারায়নি। ভালবাসার দিনে সঙ্গীর সঙ্গে ঢুঁ মারতে পারেন ভিক্টোরিয়ায়।
৪. ইকোপার্ক- বিস্তৃর্ণ সবুজের ছোঁয়ায়,ভ্যালেন্টাইন্স ডে-তে ইকোপার্কে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। সঙ্গে বাড়তি পাওনা ওয়াটার স্পোর্টস, বিভিন্ন রাইডের আনন্দ আর জমিয়ে খাওয়াদাওয়া। এককথায় প্রেম দিবস আনন্দে উপভোগ করার অন্যতম ঠিকানা ইকোপার্ক।
৫. নন্দন- শহর কলকাতায় প্রেম করবেন আর নন্দনে আসবেন না, এমন মানুষ কমই রয়েছেন! চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে জমাটি আড্ডায় নস্টালজিয়ায় ডুব দিতে পারেন। চাইলে এখানে সিনেমাও দেখে নিতে পারেন ।
