আজকাল ওয়েবডেস্ক: পিকনিকের প্ল্যান করেছিল সকলে মিলে। কিন্তু শুধুমাত্র একজন টাকা জোগাড় করতে পারেনি। তাই বলে সে যাবে না! পড়ুয়ার জন্য শেষমেশ যা করল তার সহপাঠীরা, তা দেখেই কেঁদে ফেললেন নেটিজেনরা। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ঘটনাটি ঘটেছে নেপালে। ভিডিওটি ক্লাসে বসেই তুলেছেন এক শিক্ষিকা। তাঁর চোখে পড়ে, ক্লাসের ছোট ছোট পড়ুয়ারা একে অপরের থেকে টাকা তুলছে। বিষয়টি দেখেই কয়েকজনকে ডেকে পাঠান। তখনই জানতে পারেন, ক্লাসের পড়ুয়ারা পিকনিকের প্ল্যান করেছে। কিন্তু এক সহপাঠীর পিকনিকের যাওয়ার টাকা নেই। সেই সহপাঠীর জন্য টাকা জোগাড় করছে তারা। যাতে সেও পিকনিকে সকলের সঙ্গে যেতে পারে। 

শিক্ষিকা পড়ুয়াদের ডেকে বলেন, তিনি পিকনিকের জন্য টাকা দেবেন কি না। কিন্তু তাতে সাফ না জানিয়ে দেয় তারা। নিজেরাই বন্ধুর জন্য টাকা তুলবে বলে জানিয়ে দেয়। সহপাঠীদের এমন কাণ্ডে ক্লাসের মধ্যে কেঁদে ফেলে ওই পড়ুয়া। বন্ধুত্বের এমন নজির চোখে জল এনে দেয় নেটিজেনদেরও। 

শিক্ষিকা পরে আরও একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, স্কুলের অদূরেই ওই পড়ুয়ার বাবা-মা একটি ফলের রসের দোকান চালান। ছেলের সহপাঠীদের জন্য তাঁরা আখের রস পাঠিয়েছেন। এমনকী বন্ধুদের আইসক্রিম খাইয়েছিল সে।