আজকাল ওয়েবডেস্ক: দু'দিন ধরে কোনও খোঁজ মেলেনি। শেষমেশ গ্রামেরই এক গাছ থেকে উদ্ধার দুই ছাত্রীর ঝুলন্ত দেহ। সপ্তম শ্রেণির দুই ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ওড়িশার মলকনগিড়ি জেলায়। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দু'জনে একসঙ্গে স্কুলে গিয়েছিল। কিন্তু ছুটির পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। সন্ধে পর্যন্ত অপেক্ষা করার পর খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামবাসীরাও খুঁজতে শুরু করেন। সেদিন রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। 

পুলিশ দুই ছাত্রীর খোঁজ শুরু করে সেদিন থেকেই। শনিবার গ্রামের এক জঙ্গলে ঢুকেই আঁতকে ওঠেন গ্রামবাসীরা। ওই জঙ্গলের একটি গাছ থেকে ঝুলছিল দুই ছাত্রীর দেহ। পুলিশ জানিয়েছে, দুই ছাত্রীর পরনে ছিল স্কুলের পোশাক। ওই এলাকার স্থানীয় একটি স্কুলের ছাত্রী ছিল তারা। পরিবারের তরফে এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। 

দুই স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলাও রুজু করেছে। খুন না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।