বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করল দিনহাটার সোনালী বর্মন। সোনালির বাড়ি দিনহাটা-১ ব্লকের গোসানিমারীর ভিতরকামতা গ্রামে। প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি অদম্য ভালোবাসা এবং অধ্যাবসায়ের জেরেই সোনালী এই সাফল্য ছিনিয়ে এনেছে।
জানা গিয়েছে, সোনালীর বাবা-মা অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সোনালী গোসানিমারীর ভিতরকামতা গ্রামে মামার বাড়িতে থেকে বড় হয়েছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই দাদু ভবেন বর্মনের কাছেই ভাওয়াইয়ার প্রাথমিক শিক্ষা নেয়। পাশাপাশি তার ভাই শুভজিৎ বর্মন ঢোল বাজায়। সোনালীর এই সফলতার পিছনে ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান আছে বলে জানা যায়। এই ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় সোনালীর জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার গ্রামের জন্য এক গর্বের মুহূর্ত।
অন্যদিকে, সোনালীর শিক্ষকরাও তার সাফল্যে আনন্দিত। তার পরিবার ও গ্রামের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন সোনালী। এবিষয়ে সোনালী বর্মন জানায়, 'ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভাওয়াইয়া গানে একদিন সাফল্য লাভ করব। তারপর এবারের রাজ্যের ৩৬তম ভাওয়াইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করি। সেখানে আমি দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করি। আমার এই জায়গায় পৌঁছতে বহু পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রমের পিছনে আমার দাদু ভবেন বর্মন, ভাই শুভজিৎ বর্মন, লোকমান মিঁয়া, সুমিত্রা রায় ও প্রদ্যুৎ রায় এবং ধুপগুড়ির অতীশ চন্দ্র রায়ের বিশেষ অবদান রয়েছে। আমি আগামী দিনে যাতে বড় বড় জায়গায় গান গাইতে পারি, সেই চেষ্টায় করছি'।
এদিন এবিষয়ে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'এই ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। তাদের মধ্যে দরিয়া বিভাগে প্রথম স্থান অর্জন করলেন দিনহাটার সোনালী বর্মন। এবারের ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে এবং নতুন প্রতিভারা উঠে এসেছে।”
উল্লেখ্য, গত চারদিন ধরে চলা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ,পার্থপ্রতিম রায়, সৌরভ চক্রবর্তী, বংশীবদন বর্মন, খোকন মিঁয়া, পরিমল বর্মন, আজিজুল হক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
নানান খবর

নানান খবর

কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও তীব্র গরম, আবহাওয়ার বিরাট রূপবদল জেলায় জেলায়, রয়েছে সতর্কতাও

ফের ভাটপাড়ায় বোমাবাজি, চলল গুলি, এবার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে

অশোকনগরে বড়সড় কিডনি পাচার চক্র ফাঁস, গ্রেপ্তার মূল চাঁই, দুই মহিলা

মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে জখম, হাসপাতালে চিকিৎসা আহত বাজ-এর

রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করলেন হরিহর দাস

প্রতিবাদে কাতারে কাতারে মানুষ, সম্মিলিত বাধার মুখে ভেস্তে গেল রেলের উচ্ছেদ অভিযান

শুরু হল বারুণী মেলা, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মন্ত্রী সুজিত বসু

বারাসতে বেপরোয়া লরির তাণ্ডব, জাতীয় সড়কের দুই প্রান্তে আগুনে জ্বলছে দুই গাড়ি

বেলগাছিয়া ভাগাড়ের বিকল্প শিবপুরের আরু পাড়া, সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলল পুরসভা

এদেশে ঢুকেই ভারত-বিরোধী মন্তব্য, সীমান্তেই বাতিল বাংলাদেশির ভিসা

দুদিকে দাড়িয়ে ট্রেন, মদ্যপ গেটম্যানের ভাইরাল ছবিতে সর্বত্র শোরগোল

যক্ষ্মা নির্মূলে অভিনব উদ্যোগ, রোগী দত্তক নেওয়ার আহ্বান জেলা স্বাস্থ্য দপ্তরের

ডাহা ফেল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র! স্বচ্ছ রেশন ব্যবস্থায় অনেকটা এগিয়ে পশ্চিমবঙ্গ, বলছে কেন্দ্রের রিপোর্ট

ভগবানের পা ছুঁয়েছে, এবার তাঁর মতো ক্রিকেটার হতে হবে, ছেলেকে নিয়ে স্বপ্ন ঋতুপর্ণের মা-বাবার

'ভবিষ্যতের চাকরির অন্যতম ঠিকানা হতে চলেছে কলকাতা', লন্ডনে ভারতীয় হাইকমিশন থেকে বললেন মমতা

পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান কলকাতা মেডিকেল, উচ্ছ্বসিত মমতার অভিবাদন

'বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক শতাব্দী প্রাচীন', লন্ডনের রাস্তায় হেঁটে অনুভূতি মুখ্যমন্ত্রী মমতার

থানা চত্বরে যুবকের ঝুলন্ত দেহ, সালিশি সভা ঘিরে প্রশ্ন