আজকাল ওয়েবডেস্ক: নোংরা ব্যাগ থেকে বেরোয় নোংরা! কিন্তু সেখান থেকে আয় হতে পারে কি অনেক টাকা? এবার এটাই ঘটেছে বাস্তবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, এলা নামের এক যুবতী আবর্জনার পাত্র থেকে জিনিস কুড়িয়ে তা থেকে ঘরে বসে টাকা রোজগার করতে শুরু করেছেন। আয় করছেন বিপুল পরিমাণ অর্থ। এভাবেই তাঁর আয় দাঁড়িয়েছে মাসে প্রায় নয় লক্ষ টাকা। এলা যখন কাজ শুরু করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। বর্তমানে তিনি বছর ২৩ -এর যুবতী।

 

 

এলা জানিয়েছেন, আবর্জনার বাক্সগুলি থেকে তিনি যে জিনিসপত্র পান তা অনলাইনে বিক্রি হয়। নামী সংস্থার ফেলে দেওয়া এবং বাতিল হয়ে যাওয়া জিনিসপত্র সংগ্রহ করেন। প্রায়শই, তিনি ফেলে দেওয়া আবর্জনার মধ্যে অনেক দামি জিনিসপত্রও খুঁজে পান। এর মধ্যে তিনি যে সবচেয়ে ব্যয়বহুল জিনিস খুঁজে পেয়েছেন তা হল ৫০ হাজার টাকা মূল্যের একটি ডাইসন এয়ারব়্যাপ এবং ৪৪ হাজার টাকা মূল্যের একটি ভ্যালেন্টিনো ট্রেনার। 

 

 

এলা জানিয়েছেন, অফ-সিজনেও সহজেই প্রতি মাসে ৪৫ হাজার টাকা পর্যন্ত আয় হয়। উৎসবের মরশুমে তিনি মাসে নয় লাখ টাকা পর্যন্ত আয় করেছেন। সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে তাঁর এই কাজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এভাবে জিনিসপত্র কুড়িয়ে নিয়ে টাকা রোজগারের কথা ভাবতে শুরু করেছেন।

 

 

এলার এই কাজে প্রথমেই বাধ সেঁধেছিল তাঁর পরিবার। একদিন তাঁর কিছুই ছিল না এখন তাঁর অনেক কিছুই রয়েছে। একদিন যা ছিল তাঁর শখ এখন সেটাই পরিণত হয়েছে ব্যবসায়। প্রতি মাসে সেখান থেকেই আয় করছেন লক্ষাধিক টাকা।