নিজস্ব সংবাদদাতা: পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার। ছবির নাম 'আমার বস'। ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, এবং ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্রুতি দাস। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ১৬ মে বড়পর্দায় আসছে এই ছবি।

এই ছবিতেই অতিথি শিল্পী হিসাবে দেখা যাবে বাচিক শিল্পী জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসুকে। আজকাল ডট ইন-এর তরফ থেকে শিল্পী জগন্নাথ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়। শিল্পী জানান, ছবিতে আবৃত্তির বিচারক হিসাবে দেখা যাবে শিল্পী দম্পতিকে। দু'জনের কণ্ঠে শোনা যাবে আবৃত্তিও। এই ছবিতে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী রাখি গুলজার। কেমন লাগল রাখির সঙ্গে আলাপ করে? জগন্নাথ বসু বললেন, "বড় মুডি মানুষ।"
 

এছাড়াও এই ছবির চমক হিসাবে থাকছেন চার সাহিত্যিক- জয় গোস্বামী, প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী ও তিলোত্তমা মজুমদার। এই মুহূর্তের বাংলা সাহিত্যের চার চর্চিত লেখককে এক ফ্রেমে বন্দি করলেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি।