আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে বেন ডাকেটকে ফেরান যশস্বী জয়েসওয়াল। তাঁর এই অনবদ্য ক্যাচের ভূয়সী প্রশংসায় টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। সতীর্থ অক্ষর প্যাটেলও তরুণ ক্রিকেটারকে বাহবা দেন। পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৭৫। হাত খুলে খেলার চেষ্টা করছিলেন ডাকেট। উইকেট দরকার ছিল ভারতের। হর্ষিত রানার বলে প্রলোভন সামলাতে না পেরে মিসটাইম করেন ইংল্যান্ডের ব্যাটার। বল থেকে চোখ সরাননি যশস্বী। ঝাঁপিয়ে পড়ে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ক্যাচ নেন। দুই নবাগত ক্রিকেটারের যুগলবন্দিতে পার্টনারশিপ ভাঙে ইংল্যান্ডের। ডাকেট আউট হওয়ার পরই লকগেট খোলে। একই ওভারে হ্যারি ব্রুককে ফেরান রানা।
এই দুর্দান্ত ক্যাচের পর মাঠেই তরুণ সতীর্থকে অভিনন্দন জানান অক্ষর। তাঁকে জড়িয়ে ধরেন। কিন্তু ভারতীয় অলরাউন্ডার জানান, ক্যাচ নেওয়ার পর কিছুটা লজ্জা পেয়ে যান যশস্বী। যা নিয়ে তাঁর পেছনেও লাগেন অক্ষর। তিনি বলেন, 'আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে ছিলাম, আমি ওকে পেছন থেকে স্প্রিন্ট করতে দেখেছি। ক্যাচটা নিতে যেভাবে নিজেকে স্ট্রেচ করেছে, আমি পুরো অ্যাঙ্গেলটা দেখেছি। সত্যিই খুব ভাল ক্যাচ..লজ্জা কেন পাচ্ছো বন্ধু?' বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে এমন বলতে শোনা যায় অক্ষরকে। অন্যদিকে যশস্বীর ক্যাচ নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন দীলিপ। শুধু ভাবছিলেন, বলে গতি থাকায় সময়মতো পৌঁছতে পারবেন কিনা যশস্বী। তিনি জানতেন, বল পর্যন্ত পৌঁছতে পারলে, ক্যাচ নেবেই। ফিল্ডিংয়ে প্রশংসা অর্জন করলেও, অভিষেকে ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ১৫ রান করেন। প্রথম দুই উইকেট দ্রুত হারালেও শুভমন গিল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত।
