আজকাল ওয়েবডেস্ক: ৫ বছর পর সুদের হার কমানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার রেপো রেট ০.২৫ শতাংশ কমানোর ঘোষণা করেছেন। ২০২০ সালের মে মাসে রিজার্ভ ব্য়াঙ্ক শেষবার রেপো রেট ০.৪০ শতাংশ কমিয়েছিল। রেপো রেট আসলে কী? সাধারণ মানুষ যেমন তাদের প্রয়োজনে ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তেমনি ব্যাঙ্কগুলিও তাদের প্রয়োজনে আরবিআই থেকে ঋণ নেয়। আরবিআই যে সুদের হারে ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলে।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর, যদি ব্য়াঙ্কগুলি সস্তায় ঋণ পায়, তাহলে ব্যাংকগুলিও তাদের গ্রাহকদের দেওয়া ঋণের উপর সুদের হার কমাবে। এর সরাসরি প্রভাব পড়বে গৃহঋণ, গাড়ি ঋণ-সহ সকল ঋণের উপর। সকল ঋণের সুদের হার কমে যাবে। ঋণ সস্তা হওয়ার কারণে তা শোধ করার জন্য মাসিক কিস্তি বা ইএমআইও কমে যাবে। ফলে কোটি কোটি মানুষ উপকৃত হবেন। 

তবে, রিজার্ভ ব্য়াঙ্কের এই সিদ্ধান্ত একটি অংশের ক্ষতিও করবে। যাদের কোনও ঋণ নেই, কিন্তু ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ রয়েছে তাদের ক্ষতি হতে পারে। আসলে, রেপো রেট কমানোর ফলে ঋণের সুদের হার কমে গেলে ব্য়াঙ্ক ফিক্সড ডিপোজিটেও সুদের হারও কমে যাবে।

সুদের হার কমার আগেই ফিক্সড ডিপোজিট করে নিন-
ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক কর্তৃক রেপো রেট কমানোর পর, এখন ধীরে ধীরে সমস্ত ব্যাঙ্ক ঋণের সুদের হার কমিয়ে দেবে। সঙ্গে, সমস্ত ব্য়াঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার কমাতে শুরু করবে। এমন পরিস্থিতিতে, যদি আপনি ফিক্সড ডিপোজিট করার পরিকল্পনা করেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ব্য়াঙ্কে যান এবং ফিক্সড ডিপোজিট করুন। যদি আপনি আরও সময় নেন, তাহলে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়ে দেবে। 

বর্তমানে সাধারণ গ্রাহকরা ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন, যেখানে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৭.৮০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন।