আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী ভূপালে থাকবেন সেখানে তিনি মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং তার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সেখান থেকে তিনি সোজা চলে যাবেন রায়পুরে। সেখানে তিনি বিষ্ণু দেব সাইয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই শপথগ্রহণ হবে বিকেল ৪ টে নাগাদ। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে নিজেদের জায়গা ধরে রেখেছে বিজেপি। আগের তুলনায় অনেক বেশি আসন পেয়ে তারা ক্ষমতায় এসেছে। অন্যদিকে কংগ্রেসের হাত থেকে ছত্তিশগড় ছিনিয়ে নিয়ে সেখানে বিজেপির সরকার গড়তে চলেছে। তিনটি রাজ্যে বিপুল ভোটে জয়ের পরও মুখ্যমন্ত্রী বাছাই করতে বেশখানিকটা সময় নিয়ে নেয় বিজেপির শীর্ষনেতৃত্ব। তখন কংগ্রেস ছেড়ে কথা বলেনি বিজেপিকে। তবে প্রতিটি রাজ্যেই পৃথক পর্যবেক্ষক নিয়োগ করে বিজেপি মুখ্যমন্ত্রীদের বাছাইপর্ব সারে।