নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সপ্তক সানাই দাস। কন্যাসন্তানের বাবা হলেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক। বুধবার সমাজ মাধ্যমে নিজেই সুখবর জানালেন তিনি।

ইদানীং বলিউড থেকে টলিউড, তারকারা সন্তানের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ্যে আনতে চান না। সপ্তকও কি সেই পথে হাঁটবেন? আজকাল ডট ইন-কে তিনি জানিয়েছেন, "বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে। তবে বড়রা আপাতত চাইছেন মেয়ে বাড়ি ফিরুক, তারপর ৮ তারিখের পর ছবি দেব।"

রবীন্দ্র সঙ্গীত থেকে গানের হাতেখড়ি হলেও, সপ্তক এখন টলিপাড়ার ব্যস্ত সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। সৃজিতের 'এক্স=প্রেম’ ছবির গান নজর কাড়ে শ্রোতাদের। সেই সঙ্গে টলিপাড়ায় শুরু হয় সপ্তকের গানের চর্চা। তাঁর ভালোবাসার মরশুমে ভেসে গিয়েছিল সকলে। 

মেয়ের জন্মের পরও নতুন গান বেঁধেছেন সপ্তক। গানের নাম 'মেয়েবলা'। 'এখনও ঝিলের জলে ডুবে যাওয়া স্মৃতিগুলো সন্ধে ঘনিয়ে আনে চোখে...'নিজের মেয়ে সহ সকল মেয়েদের জন্যই গানটি উৎসর্গ করতে চান সঙ্গীত পরিচালক। তাঁর কথায়, "ও একদিন বড় হবে। তখন ওর ছোটবেলা মনে পড়বে।" গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সপ্তক।

সঙ্গীত পরিচালকের বাবা হওয়ার সুখবর পাওয়ার পর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।