আজকাল ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনে আর বেশি বাকি নেই। তবে রাম মন্দিরের জেরে এখন নির্মাণ ব্যবসার রমরমা অযোধ্যাতে। প্রতিটি নির্মাণ ব্যবসায়ীদের এখন একেবারে ফুরসত নেই। আকাশ ছুঁয়ে গিয়েছে নির্মাণ ব্যবসা। বিনিয়োগকারীরা এখন এই ব্যবসাতেই শুধু অর্থ বিনিয়োগ করছেন। রাম মন্দির সংলগ্ন হোটেলগুলি সাজিয়ে তোলা হয়েছে। এক ব্যবসায়ী জানালেন, যে দামে আগে এখানে জমি পাওয়া যেত তা এখন প্রায় তিনগুণ দামেও মিলছে না। রাম মন্দির সংলগ্ন কোনও জমি আর খালি নেই বলেই জানালেন ওই ব্যবসায়ী। একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে ২০১৮-১৯ সালে যেখানে ৯ হাজারটি জমি বিক্রি হয়েছিল সেখানে চলতি বছরে প্রায় ২০ হাজারের বেশি জমি বিক্রি হয়েছে। ফলে সরকারে ঘরে করের পরিমানও বেড়েছে প্রচুর। প্রায় একশো শতাংশ কর বেড়েছে বলে জানা গিয়েছে। এই দপ্তরের এক আধিকারিক জানালেন, রাম মন্দির সংলগ্ন জমি কেনার জন্য প্রতিদিনই ফোন আসে। ফলে করের পরিমান বাড়িয়ে দিয়ে সরকারের লাভ হয়েছে। স্থানীয়দের মতে, রাম মন্দির আগামীদিনে ভারতবর্ষের অন্যতম সেরা পর্যটনকেন্দ্র হবে।