আজকাল ওয়েবডেস্ক: ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের বিশ্বজয়। নিকি প্রসাদের ভারত প্রাধান্য রেখে এদিন হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে। 

কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। 

এবার নিয়ে  টানা দ্বিতীয়বার খেতাব জিতল ভারত। প্রথমবার শেফালি ভার্মার নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। এবার দলের ক্যাপ্টন নিকি প্রসাদ। 

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রানে পৌঁছন। বাকিরা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সিয়োদিয়া, শুক্লা ও বৈষ্ণবী ২টি করে উইকেট নেন। গঙ্গাদি তৃষা তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সিরিজ সেরাও হন তিনি। 

বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ওপেন করতে নেমে তৃষা ৪৪ রানে অপরাজিত থেকে যান। শুরুতেই কমলিনীকে ফিরিয়ে দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু চাপটা প্রশমিত করেন তৃষা ও সানিকা। দিনান্তে তৃষার মতোই সানিকা ২৬ রানে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জেতান।