আজকাল ওয়েবডেস্ক: শেষ চার ম্যাচে পয়েন্ট খুইয়ে চাপ বাড়ছিল বার্সেলোনার উপরে। লা লিগের দৌড়ে অনেকটা পিছিয়েই পড়েছিল হ্যান্সি ফ্লিকের দল।
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু সেই বার্সেলোনা অন্য এক রূপ ধরল। ভ্যালেন্সিয়াকে একপ্রকার উড়িয়ে দিল। খেলার শেষে স্কোরলাইন বলছে বার্সেলোনা ৭ ভ্যালেন্সিয়া ১।
ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারানোর আগে মায়োরকার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে জিতেছিল বার্সা। তার পরে
রিয়াল বেতিস ও গেতাফের সঙ্গে ড্র এবং লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার মানে বার্সেলোনা।
অর্থাৎ মায়োরকা ও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এই দুটো জয়ের মাঝে কেটে গিয়েছে ৫৪ দিন। এই ৫৪ দিনে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপে জিতেছে বার্সা।
প্রথমার্ধেই বার্সা পাঁচ গোল করে ফেলে। দ্বিতীয়ার্ধে আরও দু'টি। তার মধ্যে একটি গোল আবার আত্মঘাতী। ভ্যালেন্সিয়া ব্যবধান কমায় ৫৯ মিনিটে।
বার্সেলোনার সাতে ফেরমিন লোপেজের দু'গোল। ফ্রেঙ্কি ডি ইয়ং তিন মিনিটে প্রথম গোলটি করেন। ৮ মিনিটে ফেরান তোরেস, ১৪ মিনিটে রাফিনহার পরে ২৪ ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করেন লোপেজ।
ম্যাচের ৬৬ মিনিটে লেভানডস্কি আরও একটি গোল করায় হাফ ডজন গোল হয়ে যায় বার্সার। ৭৫ মিনিটে তারেঙ্গার আত্মঘাতী গোলে বার্সা সাত গোল করে ফেলে। ভ্যালেন্সিয়ার হয়ে একটি মাত্র গোল করেন হুগো ডুরো।
