আজকাল ওয়েবডেস্ক: রামমন্দির। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন হয়ে যাচ্ছে রাম মন্দিরের। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা নির্বাচনে মোদি এবং গেরুয়া শিবিরের তুরুপের তাস রামমন্দিরই। জানুয়ারিতে উদ্বোধন। অন্যদিকে রবিবার রাম মন্দিরের উদ্দেশে মহারাষ্ট্র থেকে ৩০০ ভক্ত পায়ে হেঁটে রওনা দেবেন অযোধ্যার উদ্দেশে। দীর্ঘ যাত্রাপথ, সময় লাগবে ৪৭ জন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে রবিবার বলেন, " অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের মাধ্যমে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদি এবং যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাই। তাঁদের অস্মিতা এবং ভক্তির জন্যই এটি ফলপ্রসূ হচ্ছে।"
