আজকাল ওয়েবডেস্ক: মুখ ফিরিয়েছে শীত। হাল্কা শীতের চাদর গায়ে দিয়েই কাজ চালাতে হচ্ছে। সেদিক থেকে দেখতে হলে কবে ফের শীতের দেখা মিলবে তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। এরই মধ্যে ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি হবে।
গত সপ্তাহ থেকেই দিল্লিতে রোদের দেখা মিলেছে। ফলে শীতের পরশ থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। তবে এবার হবে হাল্কা বৃষ্টি। দিল্লির বিভিন্ন অংশেই হাল্কা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি হবে বলেই খবর মিলেছে। তবে কুয়াশার দাপট থাকবে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানে।
রাজস্থানে এখন চলছে শীতের দাপট। আগামী ২৪ ঘন্টায় সেখানে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি না হলেও রাজস্থানে এখন শীতের খেলা চলবে। কাশ্মীরে সেখানে পাল্লা দিয়ে চলছে তুষারপাত। এই তুষারপাত চলতি মাস টানা থাকবে বলেই খবর মিলেছে। উত্তরপ্রদেশ, লখনউ, প্রয়াগরাজ, দেওরিয়া, জৈনপুর, বারানসী, ঝাঁসিতে আগামী কয়েকটি হাল্কা বৃষ্টি হবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই হবে এই বৃষ্টি।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৮.২ ডিগ্রি। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একাধিক জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। তার মধ্যে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর রয়েছে ।
উত্তরবঙ্গেও মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের কিছু অংশে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকবে প্রায় সর্বত্রই। যার জেরে জলপাইগুড়ি এবং কোচবিহারে দৃশ্যমানতা অনেকটা কমতে পারে। দৃশ্যমানতা ৫০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার অবধি উত্তর ও দক্ষিণে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রিতে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
