আজকাল ওয়েবডেস্ক: ফের বিশ্বের দরবারে মোদি ম্যাজিক। ৭৬ শতাংশ রেটিং পেয়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসাবে বিশ্বের অন্য তাবড় নেতাদের পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন সংস্থা গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার একটি সমীক্ষা চালায়। সেখানেই সবার ওপরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ৬৬ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানটি দখল করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছে ৩৭ শতাংশ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেয়েছেন ৩১ শতাংশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই হিন্দি বলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিপুল জনমত পেয়েছে বিজেপি। এই সমস্ত ফলাফল এই রেটিংয়ের ক্ষেত্রে অনেকটা প্রভাব বিস্তার করেছে বলেই মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রীর এই জনপ্রিয়তার ওপরেই ভর দিয়ে আগামী বছরের লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে বিজেপির শীর্ষনেতৃত্ব।
