মুখ্যমন্ত্রীর জনসভা উপলক্ষে বানারহাটের বিভিন্ন রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে। বানারহাট হাই স্কুলের মাঠে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। স্কুল ক্যাম্পাস ও ক্লাব রোডের রাস্তা বন্যার পর থেকে দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল, এই রাস্তা চওড়া ও পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বিভিন্ন রাস্তা ও নিকাশি নালা পরিস্কারের কাজ চলছে।
বানারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর দাস জানান, শহরকে পরিস্কার করার প্রশাসনের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন। পাশাপাশি বানারহাট একটি ব্লক হলেও এখনও এখানে পূর্ণাঙ্গ ব্লকের পরিকাঠামো গড়ে ওঠেনি। বানারহাট হাসপাতালে আপগ্রেডেশন, দমকল কেন্দ্র স্থাপন এবং চা বাগানের বাসিন্দাদের মতই বাজারের বাসিন্দাদের জমির পাট্টা প্রদানের বিষয়ে সমিতির পক্ষ থেকে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে জানান।
বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদিকা পুনিতা লাকড়া বলেন, মুখ্যমন্ত্রী বানারহাটে সভা করতে আসছেন। আমরা বিজেপির পক্ষ থেকে স্বাগত জানাব। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হবে।
