আজকাল ওয়েবডেস্ক: মিরাটের লালা লাজপত রাই মেমোরিয়াল (এলএলআরএম) মেডিক্যাল কলেজে চরম চাঞ্চল্য। মাত্র চার বছরের শিশুর নেবুলাইজারে ওষুধের বদলে স্পিরিট ভরে দেওয়ার অভিযোগ উঠল এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটানোর অভিযোগে অবিনাশ সিং নামে ওই কর্মীকে কাজ থেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে।
শনিবার কলেজের অধ্যক্ষ আরসি গুপ্ত জানান, ঘটনার সময় অবিনাশ নেশাগ্রস্ত ছিলেন। আগেও তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কাজ করতে আসার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, এ দিন অন্য কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। নেবুলাইজারের স্পিরিট শিশুর শরীরে পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে আটকে দেন।
অধ্যক্ষ বলেন, “বিষয়টি জানতে পেরেই আমি তাঁকে সরিয়ে দিয়েছি। ওয়ার্ড ইন-চার্জ ও বিভাগীয় প্রধানদের বলে দেওয়া হয়েছে, এই ধরনের কর্মীদের বিরুদ্ধে যেন সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হয়।”
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর শিশুর মা-বাবার সঙ্গে ঝগড়া শুরু করেন অবিনাশ। তখন অন্য কর্মীরা এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। এক সহকর্মী জানান, আগেও কাজে গাফিলতির জন্য দু’বার অবিনাশকে সরানো হয়েছিল, কিন্তু অধ্যক্ষের অজান্তে তিনি আবারও কাজে ফিরে আসেন। তবে শিশুর পরিবার কোনও লিখিত অভিযোগ না করায় পুলিশে মামলা রুজু হয়নি।
তবে এই প্রথম নয়৷ এক সপ্তাহের মধ্যে এই হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের এহেন অভব্যতার এই নিয়ে দ্বিতীয় ঘটনা। খবর অনুযায়ী, গত সপ্তাহেই এক বিশেষভাবে সক্ষম মহিলাকে মারধরের অভিযোগে তিন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, ওই অসহায় মহিলার মুখে লাঠি ঢুকিয়ে নির্যাতন চালানো হচ্ছে। ঘটনার জেরে, অধ্যক্ষের হুঁশিয়ারি, হাসপাতালে এই ধরনের কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
