আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডে ফরম্যাটে নিজেদের  সর্বোচ্চ রান ভারতের মহিলা দলের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত পাঁচ উইকেটে করে ৩৭০ রান। ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেন। জেমাইমা রডরিগেজ তাঁর প্রথম শতরান করেন। এর আগে ২০১৭ সালে ভারতের সর্বোচ্চ রান ছিল ২ উইকেটে ৩৫৮ রান। সেটিও ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 

দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। তিনিই ভারতীয় দলকে শক্ত বুনোটের উপরে দাঁড় করিয়ে দেন। ৫৪ বলে দুর্দান্ত ৭৩ রান করেন তিনি। প্রতীকা রাওয়ালের সঙ্গে জুটিতে ৭০ রান জোড়েন মান্ধানা। প্রতীকা রাওয়াল ৬১ বলে ৬৭ রান করেন। প্রথম ওয়ানডেতে ৮৯ রান করেছিলেন প্রতীকা। 

হরমনপ্রীত কৌরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে চার নম্বর পজিশনে নেমে সুযোগের সদ্ব্যবহার  করেন জেমাইমা। আগে জেমাইমার সর্বোচ্চ রান ছিল ৮৬। এদিন ছাপিয়ে যান সেই রানও। ৯১ বলে জেমাইমা ১০২ রান করেন। হরলীন দেওল ৮৪ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জেমাইমা ও হরলীন ১৮৩ রান জোড়েন। এই জুটির ফলে ভারতের মহিলা রেকর্ড ভাঙা ৩৭০ রান করতে সক্ষম হয়। ভারতের প্রথম সারির চার ব্যাটারই রান পেয়েছেন। 

ভারতের ব্যাটিংয়ের যে গভীরতা রয়েছে, তা প্রমাণিত  এদিনের পারফরম্যান্সে।